রাজস্থানে অবিরাম বৃষ্টিপাত হয়েছে৷ যার ফলে সমস্ত জলাশয় প্লাবিত হয়ে গিয়েছে৷ বারসহ মগরাও এর ব্যতিক্রম নয়৷ সেখানেই নিজের বিয়েতে যাওয়ার জন্য পৌঁছে গিয়েছিলেন বর৷ কিন্তু পৌঁছেই সমস্যা৷ গ্রামের সুকদি নদীর জল প্রায় চার থেকে পাঁচ ফুট উপর দিয়ে বইছে৷
advertisement
সেই নদী পার করে যাওয়াও সম্ভব ছিল না৷ কিন্তু বর মশাই ক্ষান্ত হননি৷ ভাড়া করে নিলেন এক আস্ত জেসিবি৷ তা চড়েই রওনা দিলেন বর মশাই৷ সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়৷
বিয়ের দিন বর পৌঁছানোর পরই জানা যায় গ্রামের বিস্তীর্ণ জলের তলায়৷ মেগদাদা কল্যাণজি বাদিয়ার বাসিন্দা কানারামের ছেলে ও গণেশ দেবসির মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল৷ কিন্তু বৃষ্টির কারণে বিয়ে হওয়াতে বাধা হয়ে দাঁড়ায়৷
advertisement
কিন্তু বর মশাই দৃঢ়প্রতিজ্ঞ ছিল৷ বউ নিয়েই বাড়ি ফিরবে৷ আর তার জন্যই আস্ত একটা জেলসিবিতে চড়ে বসল বর৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2024 12:33 PM IST