উত্তরপ্রদেশের সম্বলে বসেছিল বিয়ের আসর। রাজপুরার এক যুবতীর সঙ্গে দেখেশুনে এক যুবকের বিয়ে ঠিক হয়। বিবাহ-পূর্ববর্তী নিয়মকানুন মিটে যাওয়ার পর ২৭ জুন বসে বিয়ের তারিখ। সময় মতো পাত্রপক্ষও এসে হাজির। কনের জন্য বিয়ের মণ্ডপে বসে অপেক্ষা করছিলেন যুবক। তখনই শাশুড়ির কাণ্ড দেখে এক প্রকার হতবাক হয়ে পড়েন তিনি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই যুবক তাঁর শাশুড়িকে ধূমপান করতে করতে সকলের সঙ্গে নাচতে দেখেন। তাঁর এ হেন আচরণ মেনে নিতে পারেননি তিনি। এর পরেই বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে পড়েন সেই যুবক। জানিয়ে দেন, তিনি বিয়ে করবেন না।
advertisement
আরও পড়ুন- হুহু করে গরম হচ্ছে সমুদ্রের জল! ঘূর্ণিঝড়ের আশঙ্কা হচ্ছে তীব্র, চমকে যাবেন শুনলে
আরও পড়ুন- বিয়ের রাতে পেটে যন্ত্রণা, হঠাৎই সন্তানের জন্ম দিলেন নববধূ! তারপরের ঘটনা অবাক করা
দুই পরিবারের মধ্যে শুরু হয় বিবাদ। বিয়ের আসর ছেড়ে বেরিয়ে আসে পাত্র-সহ তাঁর পরিবার। পাত্রীও তাঁর মায়ের সঙ্গে বাড়ি ফিরে আসেন। এর পর দুই পরিবারকে নিয়ে পঞ্চায়েত বসে। সেখানকার সদস্যদের মধ্যস্থতায় বিবাদ মেটে। ফের সম্পর্ক জোড়া লাগে তাঁদের।