মধ্যপ্রদেশের সিধি জেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। নাতির শেষকৃত্যের চিতায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধ, যিনি তার নাতির মৃত্যুতে শোকাহত ছিলেন বলে জানা গেছে। তবে তার নাতি চরম সিদ্ধান্ত নেওয়ার আগে যা করেছেন, তা শুনলে চমকে উঠবে যে কেউ৷
advertisement
ঘটনাটি বাহরি থানার অন্তর্গত সিহোলিয়া গ্রামে ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা। ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) গায়ত্রী তিওয়ারি জানান, “অভয়রাজ যাদব (৩৪) তার স্ত্রী সাবিতা যাদব (৩০)-কে হত্যা করার পর নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। শুক্রবার সন্ধ্যায় তাদের শেষকৃত্য সম্পন্ন হয়।”
নাতির আকস্মিক মৃত্যুতে তার দাদা রামঅবতার মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিওয়ারি বলেছেন, “শনিবার সকালে খবর আসে যে বৃদ্ধ রামঅবতারও নাতির জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।”
পুলিশ জানিয়েছে, চিতার ওপর থেকে তার পুড়ে যাওয়া দেহ উদ্ধার করা হয়েছে। তবে সাবিতা যাদবকে হত্যার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। ঘটনাটির তদন্ত চলছে।