রেলপথের যোগাযোগ উন্নত করার পাশাপাশি সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে উত্তর পূর্ব সীমান্ত রেল রাধিকাপুর- শিলিগুড়ি যাওয়ার নতুন একটি ট্রেনের উদ্বোধন হল। এই ট্রেনটির ট্রেন নং হল ৭৫৭০৫ (রাধিকাপুর- শিলিগুড়ি)।সপ্তাহে প্রতিদিনই এই ট্রেন যাবে।
advertisement
এই ট্রেন চালু হওয়ায় খুশি উত্তর দিনাজপুর জেলার মানুষ। ট্রেনটি উত্তর দিনাজপুরের রাধিকাপুর থেকে ছাড়বে বিকেল ৪ টা নাগাদ ও রায়গঞ্জ স্টেশনে পৌছাবে ৪ টা ৫১ মিনিটে এবং শিলিগুড়ি জংশনে পৌঁছাবে রাত্রি ৯ টা নাগাদ। আবার শিলিগুড়ি জংশন থেকে পুনরায় ট্রেনটি ছাড়বে সকাল ৬ টা নাগাদ রায়গঞ্জ স্টেশনে ৯.২৩ নাগাদ ও রাধিকাপুরে পৌছাবে, সকাল ১১ টা নাগাদ।
ট্রেনের স্টপেজ গুলো হল রাধিকাপুর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, বারশই, ডালখোলা, কিশান্গঞ্জ, আলুয়াবাড়ি রোড, ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি, বাগডোগরা এবং শিলিগুড়ি জংশন। হাই স্পিড যুক্ত এই ট্রেনের স্টপেজ গুলো খুব একটা বেশি না থাকায় দ্রুততার সঙ্গে যাতায়াত করবে এই ট্রেনটি। যার জন্য খুশির সাধারণ মানুষ। এতদিন শিলিগুড়ি থেকে রায়গঞ্জে আসার এবং রায়গঞ্জ থেকে বিকেলে শিলিগুড়িতে যাওয়ার তেমন কোন ট্রেন ছিল না। ফলে বিভিন্ন সময় সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষকে। তবে দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে নতুন এই ট্রেনটি চালু হওয়ায় খুশি সাধারণ মানুষ।
পিয়া গুপ্তা





