আরও পড়ুন- 4G ডাউনলোড স্পিড তালিকায় শীর্ষে Jio, আপলোড স্পিডে এগিয়ে কে ? জানাচ্ছে TRAI রিপোর্ট
এই ঘটনায় একজন যাত্রীকে আটক করেন বিমানবন্দরের কাস্টমস আধিকারিকরা ৷ সবমিলিয়ে সিটের তলা থেকে ১,৫০০ গ্রাম সোনা উদ্ধার করা হয় ৷ এয়ার ইন্ডিয়ার AI 942 বিমানে উদ্ধার হয় সোনা ৷ গোয়েন্দাদের কাছে আগের থেকেই খবর ছিল ৷ সেই খবর যে সঠিক, বিমান অবতরণের পর তল্লাশি করতেই তা ধরা পড়ে ৷
advertisement
গোল্ড বারগুলি সিটের তলায় অনেকটা ভিতরে লুকিয়ে রাখা ছিল বলে জানিয়েছেন কাস্টমস আধিকারিকরা ৷ ৯৯.৫০ শতাংশ বিশুদ্ধ সোনা এবং যার দাম প্রায় ৭৫ লক্ষ টাকার কাছাকাছি বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন- ভয়াবহ! প্যারাসেলিং করার সময় ছিঁড়ে গেল দড়ি, তারপর কী হল দম্পতির ? দেখুন ভাইরাল ভিডিও
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পর কাস্টমস বিভাগের কমিশনার বিবি অটল জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তির দাবি তাকে কোনও বিমানকর্মী এই ব্যাগ রাখতে দিয়েছিল ৷ তাই গ্রাউন্ড স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করে দেখছেন তদন্তকারী অফিসাররা ৷ কীভাবে এত পরিমাণ সোনা এল এবং কোথায় পাচার হচ্ছিল এই সোনা, সব কিছুই তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ ৷