দিউ: অল্পের জন্য রক্ষা কাকে বলে, হয়তো এই ভিডিও দেখলেই আন্দাজ করা সম্ভব ৷ দিউ-র সমুদ্রে প্যারাসেলিং করতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলেও ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেন এক গুজরাতি যুগল (Couple Falls Into Sea As Rope Snaps While Parasailing In Diu) ৷
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী বছর তিরিশের যুবক অজিত কাঠাড় স্ত্রী সরলা কাঠাড়কে নিয়ে দিউর সমুদ্রে প্যারাসেলিং করছিলেন ৷ কিন্তু ওই রাইড শুরু হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর দৃশ্য ঘটল ৷ স্পিড বোটের সঙ্গে আটকে থাকা দড়ি ছিঁড়ে যাওয়াতে ছিটকে প্রায় ৫০ ফুট উপর থেকে সমুদ্রের জলে পড়েন দম্পতি ৷ ভাগ্য ভালো তাঁরা জলে পড়েছিলেন এবং লাইফ জ্যাকেট পরা ছিল বলে প্রাণে বেঁচে যান ৷ নাহলে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত ৷ বলা যেতে পারে নিশ্চিত মৃত্যুর হাত থেকেই বেঁচে ফিরলেন অজিত ও সরলা ৷
@VisitDiu @DiuTourismUT @DiuDistrict @VisitDNHandDD Parasailing Accident, Safety measures in India, and they said very rudely that this is not our responsibility. Such things happens. Their response was absolutely pathetic.#safety #diu #fun #diutourism #accident pic.twitter.com/doN4vRNdO8
— Rahul Dharecha (@RahulDharecha) November 14, 2021
অনেকেই রয়েছেন, যারা বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস থেকে শুরু করে আরও অনেক অ্যাডভেঞ্চার্স স্পোর্টস অ্যাকটিভিটি কোথাও বেড়াতে গিয়ে করতে পছন্দ করেন ৷ কিন্তু ভারতে এই সমস্ত ‘খতরো কি খিলাড়ি’ ধরনের কাজকর্ম আপনাকে ভালোমতোই সমস্যায় ফেলতে পারে ৷ পর্যটকদের ‘সেফটি’ নিয়েও উঠছে প্রশ্ন ৷ এই দুর্ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল যে অ্যাডভেঞ্চার্স স্পোর্টস থেকে সাবধান হন ৷ নাহলে বেড়াতে গিয়ে সুন্দর হলিডে নিমেষে দুঃস্বপ্নের ট্রিপে পরিণত হতে পারে ৷
লাইফ জ্যাকেট পরে থাকায় এবং দড়ি ছিঁড়ে ওই দম্পতি জলে পড়ায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তাঁরা ৷ দুর্ঘটনায় কোনও চোট-আঘাতও পাননি অজিত এবং সরলা ৷ তবে এই ঘটনা তাদের যে বড় শিক্ষা দিয়ে গেল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Viral Video