অন্য একটি ঘটনায়, একজন পুরুষ যাত্রী পেস্ট আকারে সোনা লুকিয়ে বেল্টের মতো কোমরে বেঁধে রেখেছিলেন। অপরদিকে একজন তাঁর গোপনাঙ্গ পেস্ট আকারে সোনা লুকিয়ে রেখেছিলেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সব মিলিয়ে এমআইএ-র কাস্টমস কর্মকর্তারা চলতি বছরের ১ থেকে ১৫ মার্চ পর্যন্ত ১,৬০৬ গ্রাম সোনা যার মূল্য প্রায় ৯০.৬৭ লাখ টাকা বাজেয়াপ্ত করেছে । তিন যাত্রীকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।
advertisement
আরও পড়ুনঃ বহুতলের খোলা লিফট থেকে পড়ে গিয়ে মৃত্যু ২৯ বছরের এক ব্যক্তির
কিছদিন আগে বিদেশে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে এয়ার ইন্ডিয়ার (Air India) এক বিমানকর্মী। কোচি বিমানবন্দরে সোনা পাচারের অভিযোগে এয়ার ইন্ডিয়ার এই বিমানকর্মীকে গ্রেফতার করা হয়। কর্মকর্তারা জানান, ওয়েনাডের বাসিন্দা শফিকে ১,৪৮৭ গ্রাম সোনা সহ কোচিতে কাস্টমস অফিসাররা গ্রেফতার করেন।
আরও পড়ুনঃ রাজধানী এক্সপ্রেসের সামনে পড়ল তিন ব্যক্তি! এক সেকেন্ডে যা ঘটল শুনলে আঁতকে উঠবেন
কাস্টমস প্রিভেন্টিভ কমিশনারেট গোপন সূত্রে খবর পেয়েছিলেন যে বাহরাইন-কোঝিকোড়-কোচি পরিষেবার শফি নামে এক বিমানকর্মী সোনা এনেছেন। বাহরাইন থেকে কোঝিকোড়ে হয়ে কোচিতে ফেরার বিমানে ফিরেছিলেন তিনি। অভিযুক্ত শফি সোনা হাতের চারপাশে মুড়িয়ে শার্টের হাতা দিয়ে ঢেকে গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।