TRENDING:

Goa Election Results 2022: গোমন্তকের হাতেই কি গোয়ার জাদুদণ্ড! আলোচনার আলোয় এখনই উজ্জ্বল সুধিন ধাওয়ালিকর

Last Updated:

Sudhin Dhavalikar the man who could be Goa's kingmaker: ৪০ আসনের গোয়ায় ‘কিং মেকার’-এর ভূমিকা নিতে পারে ধাওয়ালিকরের মহারাষ্ট্র গোমন্তক পার্টি বা এমজিপি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোয়া: সুধিন ধাওয়ালিকর ((Sudhin Dhavalikar) ৷ গোয়ায় এই ব্যক্তির দলের উপর এখন সবারই বিশেষ নজর ৷ কারণ আজ, বৃহস্পতিবার পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে গোয়ার রেজাল্টেও গোটা দেশের নজর থাকবে ৷ ৪০ আসনের গোয়ায় ‘কিং মেকার’-এর ভূমিকা নিতে পারে ধাওয়ালিকরের মহারাষ্ট্র গোমন্তক পার্টি  বা এমজিপি (Sudhin Dhavalikar the man who could be Goa's kingmaker) ৷
Sudin Dhavalikar
Sudin Dhavalikar
advertisement

৬৬ বছরের ধাওয়ালিকর এমজিপিতে যোগ দেন ১৯৯০ সালে ৷ তারপর থেকে এই পার্টির সঙ্গেই সবসময়ে আছেন ৷ গোয়া বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে তিনবার জয়লাভও করেছেন তিনি ৷

আরও পড়ুন-Goa Election Results 2022: দেশের নজর গোয়ার উপর, সেখানকার ছোট দলগুলিই নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে

১৯৬৩ সালে দয়ানন্দ বান্দোদকর এমজিপি পার্টির সূচনা করেন ৷ গোয়ার সবচেয়ে পুরনো রাজনৈতিক দলই তাই বলা যেতে পারে গোমন্তক পার্টিকে ৷ এর আগে সুধিন ধাওয়ালিকর বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে মিলে কাজ করেছেন গোয়ায় ৷ সে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রকও সামলেছেন ৷ এবার নির্বাচনের ফলাফলে কী হয়, এখন সেটাই দেখার ৷ নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে আত্মবিশ্বাসী ধাওয়ালিকর ৷

advertisement

নিউজ১৮-কে ধাওয়ালিকর জানান, ‘‘আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনে কী ফল হয় ৷ কংগ্রেস এবং বিজেপি দুই দলের সঙ্গেই কথা হয়েছে ৷ কিন্তু কোনও সিদ্ধান্তে আসিনি আমরা ৷ কারণ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা ছাড়া কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না ৷ নির্বাচনের রেজাল্ট না বের হওয়া পর্যন্ত কোনও কিছু নিয়েই আমরা মন্তব্য করব না ৷ এটুকু বলতে পারি যখনই কোনও পার্টিকে আমরা সমর্থন করেছি, তখন সেটা স্থায়ী সরকার গড়তেই সফল হয়েছি ৷ ’’

advertisement

বাকি চার রাজ্যে কে ক্ষমতায় আসবে তা নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিলেও অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই দাবি করা হয়েছে, ফের ত্রিশঙ্কু হতে চলেছে গোয়ার বিধানসভা (Goa Assembly Elections 2022)৷ শেষ পর্যন্ত এই পূর্বাভাস মিলে গেলে গোয়ায় সরকার গঠনের চাবিকাঠি থাকতে পারে এমজিপি (MGP) বা মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টির হাতেই৷ ঘটনাচক্রে যারা গোয়ায় এবার তৃণমূল কংগ্রেসের জোটসঙ্গী (TMC MGP Alliance in Goa)৷ ২০১৭ সালে এই এমজিপি-র সমর্থনেই গোয়ায় সরকার গড়েছিল বিজেপি৷

advertisement

বুথ ফেরত সমীক্ষায় ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনা জোরালো হতেই তৃণমূলের জোটসঙ্গীকে নিয়ে টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে৷ মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ দাবি করেছেন, এমজিপি তাদের পুরনো বন্ধু, সবসময়ের সঙ্গী৷ যদিও ফড়নবীশের দাবি, বিজেপি গোয়ায় একক সংখ্যাগরিষ্ঠতাই পাবে৷

আরও পড়ুন-এক সুতোয় বাঁধা পড়ল Airtel ও Axis Bank, আশা শক্তিশালী হবে ডিজিটাল ইকোসিস্টেম

advertisement

সংবাদসংস্থা এএনআই-কে ফড়নবীশ বলেছেন, 'আমি নিশ্চিত যে বিজেপি ভাল ফল করবে৷ আমাদের সঙ্গে থাকতে অনেকেই তৈরি৷ আমি নিশ্চিত, আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতাই পাবো৷'

বিজেপি-র আর এক বিতর্কিত প্রার্থী অ্যাটানসিও বাবুশ মনসেরেটেও দাবি করেছেন, প্রয়োজনে এমজিপি তাদের সমর্থন করবে বলেই তিনি নিশ্চিত৷ প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপি-র সঙ্গে এমজিপি-র জোট ভেঙে যায়৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিয়ার ২০০, হুইস্কি ৩০০! বিদেশি মদের টানে সুরাপ্রেমীদের ভিড় জমছে বাংলার 'এই' জেলায়!
আরও দেখুন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের জোটসঙ্গী এমজিপি এবারেও গোয়ায় কিং মেকার হতে চলেছে৷ এমজিপি নেতৃত্ব ইঙ্গিত দিয়েছে, সরকার গঠনের জন্য কংগ্রেসও তাদের বাজিয়ে দেখছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Goa Election Results 2022: গোমন্তকের হাতেই কি গোয়ার জাদুদণ্ড! আলোচনার আলোয় এখনই উজ্জ্বল সুধিন ধাওয়ালিকর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল