TRENDING:

Assembly Session: গিরিরাজের ‘নাচ’ মন্তব্য ঘিরে উত্তাল বিধানসভা, উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান!

Last Updated:

অন্যদিকে, বিজেপির পাল্টা যুক্তি, যিনি এই বিধানসভার এই সদনের সদস্য নয় তাকে নিয়ে প্রস্তাব আনা যায় না৷ অধ্যক্ষ হইচই থামানোর কৌশল নিলেও উত্তেজনা অব্যাহত৷ অধ্যক্ষ বলেন, ‘‘এমন মন্তব্য না করাই ভাল৷ আমাদের সিএম সম্পর্কে যা বলেছেন তা বাঞ্ছনীয় ছিল না।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গিরিরাজ সিং-এর ‘বিতর্কিত’ মন্তব্য ঘিরে বৃহস্পতিবার উত্তাল হল বিধানসভা৷ বিজেপি বিধায়কদের ‘ক্ষমা’ চাওয়ার দাবি তুললেন রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা৷
advertisement

এদিন গিরিরাজের মন্তব্য নিয়ে বিধানসভার অধিবেশনে দৃষ্টি আকর্ষণ করেন শশী পাঁজা৷ তিনি বলেন, ‘‘উনি যে মন্তব্য করেছেন তা অসম্মানজনক৷ কুকথা, কুরুচিপূর্ণ মন্তব্য। মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য! উনি তিনবারের মুখ্যমন্ত্রী। একাধিকবারের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী। এই মন্তব্য নারীবিদ্বেষমূলক মন্তব্য৷”

শশী পাঁজার মন্তব্যের পরপরই দু’পক্ষের স্লোগান, পাল্টা স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিধানসভা৷ তুমুল হট্টগোল উভয়পক্ষের৷

advertisement

আরও পড়ুন: সলমনের সঙ্গে নাচের তালে পা, মমতাকে নিয়ে ‘বেফাঁস’ বিজেপি-র গিরিরাজ! তীব্র নিন্দা শশী-চন্দ্রিমার

তৃণমূলের তরফে দাবি করা হয়, ‘‘নারীবিদ্বেষমূলক মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে৷ কেন্দ্রীয় মন্ত্রী এমন মন্তব্য করতে পারেন না৷ তৃণমূলে ৩৫% মহিলা জনপ্রতিনিধি।’’

অন্যদিকে, বিজেপির পাল্টা যুক্তি, যিনি এই বিধানসভার এই সদনের সদস্য নয় তাঁকে নিয়ে প্রস্তাব আনা যায় না৷ অধ্যক্ষ হইচই থামানোর কৌশল নিলেও উত্তেজনা থাকে অব্যাহত৷ অধ্যক্ষ বলেন, ‘‘এমন মন্তব্য না করাই ভাল৷ আমাদের সিএম সম্পর্কে যা বলেছেন তা বাঞ্ছনীয় ছিল না।’’

advertisement

আরও পড়ুন: মমতাকে ফোন করেছিলেন স্বয়ং রাহুল! বৈঠক নিয়ে মিটল জটিলতা… কী জানালেন তৃণমূলনেত্রী?

কিন্তু, অধ্যক্ষের মন্তব্যেও কাজ হয়নি৷ ততক্ষণে আসন ছেড়ে সবাই উঠে পড়েন৷ উত্তাল বিধানসভায় ওঠে ‘ভারত মাতা কি জয় স্লোগান’৷

গত বুধবারের বাতিল হয়ে যাওয়া ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক ও মমতার এবিষয়ে মন্তব্য নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বেনজির ভাবে আক্রমণ করেন মমতাকে৷ বলেন, ‘‘রাজ্য যখন একের পর এক দুর্নীতির প্রসঙ্গ সামনে আসছে, তখন তিনি তৃতীয় কোনও দুনিয়া অবস্থান করছেন৷ সলমনদের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গিরিরাজের সেই ভিডিও বুধবার নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তারপরেই শুরু হয়ে যায় শোরগোল৷ কেন্দ্রীয় মন্ত্রীর এ হেন মন্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Assembly Session: গিরিরাজের ‘নাচ’ মন্তব্য ঘিরে উত্তাল বিধানসভা, উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল