TRENDING:

Ganja: বিরাট রুট, 'পুষ্পা'র পাচার ছক বানচাল করল পুলিশ, যা মিলল, আঁতকে উঠছেন সকলে

Last Updated:

Ganja: অন্ধ্রপ্রদেশ থেকে পাঙ্গিদি পেদান্না নামে এক ব্যক্তিকে এই গ্যাংয়ের নেতা হিসেবে শনাক্ত করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশ হয়ে তেলেঙ্গানা। এই রুটে পাচার করা হত গাঁজা। সেই সূত্রেই হায়দরাবাদ থেকে গাঁজা সরবরাহকারী একটি দলকে পুলিশ গ্রেফতার করেছে। এই গ্যাং গাঁজা সরবরাহের জন্য পুষ্পা সিনেমার সঙ্গে সাদৃশ্য করে পরিকল্পনা করেছিল এবং যাতে সন্দেহ না করে কেউ, সেই কারণেই এই ছদ্মবেশী উপায় ব্যবহার করছিল। টাস্কফোর্সের ডিসিপি চক্রবর্তী গুম্মি জানিয়েছেন, গাঁজা পাচারের অভিযোগে ৭ জনকে আটক করা হয়েছে।
এ কী মিলল!
এ কী মিলল!
advertisement

অন্ধ্রপ্রদেশ থেকে পাঙ্গিদি পেদান্না নামে এক ব্যক্তিকে এই গ্যাংয়ের নেতা হিসেবে শনাক্ত করা হয়েছে। পান্ডনা, সীতারাম, সুবান্না, কৃষ্ণমূর্তি এবং তেজাওয়াত কোটেশ নামে ব্যক্তিদের নিয়ে একটি দল গঠন করে গাঁজা পাচারের কাজ চালানো হচ্ছে। কোটেশ, যিনি আলুরি জেলার সিলেরু এলাকার বাসিন্দা, পরিবহণ আধিকারিকদের সঙ্গে হাত মিলিয়ে ২০২২ সালে একটি ট্রলি কিনেছিলেন। এরপর পুষ্পা সিনেমার মতো মাদুরের নিচে গোপন চেম্বার সাজিয়েছিলেন তিনি। এই চেম্বারে, গাঁজার প্যাকেট রাখা হত এবং কোনও সন্দেহ না করে সরানো হয়।

advertisement

আরও পড়ুন: বিরাট অভিযানে ইডি, ১৫ জায়গায় রেইড! এখনও পর্যন্ত বাজেয়াপ্ত ২০০ কোটির বেশি সম্পত্তি

এই দলটি ওড়িশা থেকে সিলেরু ডাম্প পয়েন্টে এবং সেখান থেকে পানশালাপাদু রুট হয়ে ওয়ারাঙ্গল, মাহবুবাবাদ এবং সেখান থেকে হায়দরাবাদের ধুলপেটে চলে যায়। এই দলটি ওড়িশার মালকানগিরিতে গাঁজা চাষিদের সঙ্গে হাত মিলিয়েছে এবং সেখান থেকে অবাধে গাঁজা হায়দরাবাদে পাচার করছে। পুলিশ জানিয়েছে, অশোক লেল্যান্ড অটো ট্রলিতে মাদুরের নীচে একটি গোপন চেম্বারে ৮০ কেজি গাঁজা পাচার করছিল। অন্ধ্রপ্রদেশ পুলিশ অপারেশন পার্বর্থন নামে গাঁজা নির্মূলের চেষ্টা করলেও পাচারকারীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে গাঁজা পাচার চালিয়ে যাচ্ছে।

advertisement

আরও পড়ুন: বিরাট খুশির খবর, সিকিমে কবে থেকে চালু হচ্ছে রেল? উত্তর জানলে আনন্দে আত্মহারা হবেন পর্যটকরা

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

এর আগে, তেজাওয়াত কোটেশকে ১১ কেজি গাঁজা বাজেয়াপ্ত করার মামলায় গোলকুন্ডা থানায় গ্রেফতার করা হয়েছিল। সে দুলা পাতে বজরং সিং এবং রাকেশ সিংয়ের কাছে চাইনিজ প্যাকেটে গাঁজা বিক্রি করত।

বাংলা খবর/ খবর/দেশ/
Ganja: বিরাট রুট, 'পুষ্পা'র পাচার ছক বানচাল করল পুলিশ, যা মিলল, আঁতকে উঠছেন সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল