TRENDING:

Gangster Murder: একসঙ্গে মদ্যপানের পরই ঝামেলা, পরস্পরকে গুলি দুই গ্যাংস্টারের! মৃত ১

Last Updated:

Gangster Murder: সোমবার রাতে কুখ্যাত এই দুষ্কৃতিরা একসঙ্গে বসে মদ্যপান করছিলেন। এ সময় কোনও বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর জ্ঞানেন্দ্র পিস্তল থেকে তিনটি গুলি করে হত্যা করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাগপত: উত্তরপ্রদেশের বাগপতে নামকরা অপরাধী প্রবীণ ওরফে বাব্বুকে গুলি করে হত্যার একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। একই গ্রামের আর এক দুস্কৃতি জ্ঞানেন্দ্র ঢাকার সহযোগীরা বাবুকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ।
একসঙ্গে মদ্যপানের পরই ঝামেলা, পরস্পরকে গুলি দুই গ্যাংস্টারের! মৃত ১
একসঙ্গে মদ্যপানের পরই ঝামেলা, পরস্পরকে গুলি দুই গ্যাংস্টারের! মৃত ১
advertisement

আরও পড়ুন: করবা চৌথে হাতে স্বামীর নাম লিখেছিলেন, তার হাতেই খুন হতে হল স্ত্রীকে! নদীর পাড়ে মিলল দেহ

বলা হচ্ছে, সোমবার রাতে কুখ্যাত এই দুষ্কৃতি একসঙ্গে বসে মদ্যপান করছিলেন। এ সময় কোনও বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর জ্ঞানেন্দ্র পিস্তল থেকে তিনটি গুলি করে হত্যা করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে, এবং ঘটনার তদন্ত শুরু করে।

advertisement

বলা হচ্ছে, কুখ্যাত প্রবীণ ওরফে বাব্বু ও জ্ঞানেন্দ্রের মধ্যে গত ১০ বছর ধরে নির্বাচন নিয়ে দ্বন্দ্ব চলছিল। সোমবার রাতে ফের এক খুনের ঘটনা ঘটেছে। খুনের পিছনে গ্যাং ওয়ার নাকি পুরনো শত্রুতা, সব দিক থেকেই খতিয়ে দেখছে পুলিশ। গ্রামবাসীরা জানান, সাবেক প্রধান জয়কুমারের বাড়িতে বসে মদ পান করছিলেন প্রবীণ ওরফে বাব্বু ও জ্ঞানেন্দ্র ঢাকা। এরপর জ্ঞানেন্দ্র বাবুকে পিস্তল দিয়ে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বর্তমানে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

advertisement

আরও পড়ুন: দিনের পর দিন আত্মীয়ের লালসার শিকার, সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত শিক্ষিকার!

এই ঘটনার পিছনে নির্বাচনী দ্বন্দ্ব হতে পারে বলে গ্রামবাসীদের ধারণা। কারণ ১৯৯৬ সাল থেকে দীর্ঘদিন ধরেই প্রধান নির্বাচনকে কেন্দ্র করে দুই  দুষ্কৃতির মধ্যে দ্বন্দ্ব ছিল৷ এর আগেও হামলা হয়েছে। কিন্তু গতরাতে পুরনো শত্রুতার জের ধরে খুনের ঘটনায় আবারও নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বর্তমানে বাগপতের চন্দিনগর থানার পুলিশ নানা দিক থেকে তদন্ত করছে। পুলিশি তদন্তের পর হত্যার কারণ জানা যাবে। কিন্তু গুলির ঘটনায় আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঝিকৌলি গ্রামে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

নিহতদের বিরুদ্ধে ২০টির বেশি মামলা রয়েছে৷ নিহত প্রবীণ ওরফে বাবুর বিরুদ্ধে ২০টির বেশি মামলা রয়েছে বলে জানা গিয়েছে। বাবুর বিরুদ্ধে ৬ জনকে খুনের অভিযোগ রয়েছে। মদ চোরাচালান ও গুন্ডাবাজির ধারায় খুনের চেষ্টা ও অন্যান্য মামলা রয়েছে ৫টি। নিহত বাবু ও খুনি জ্ঞানেন্দ্রের মধ্যে পুরনো শত্রুতার জের ধরে অনেক খুনের ঘটনাও ঘটেছে। বাগপত পুলিশ অভিযুক্তের সম্পত্তি জব্দ করেছিল৷ কিন্তু এতকিছুর পরও এই দুষ্কৃতি এখনও গ্রামেই বাস করছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Gangster Murder: একসঙ্গে মদ্যপানের পরই ঝামেলা, পরস্পরকে গুলি দুই গ্যাংস্টারের! মৃত ১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল