আরও পড়ুন: ‘আমি চলে গেলে তোমরা আরও ভাল উপাচার্য পাবে’, যাদবপুরে গিয়ে আবেগপ্রবণ উপাচার্য
সূত্রের খবর, এদিন সকাল ৬:৩০টা নাগাদ বাগপত কয়েদিরা যখন চা খাচ্ছিল তখনই মাফিয়া সুনীল রাঠীর নাম আরেক জেলের কয়েদি আচমকা গ্যাংস্টার মুন্না বজরঙ্গীকে লক্ষ্য করে গুলি চালায় ৷ পুলিশ জানিয়েছে, তাকে লক্ষ্য করে ১০ বার গুলি করা হয় ৷ এরপর জেলের নর্দমায় তার দেহ ফেলে দেওয়া হয় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তার ৷ রবিবারই ঝাঁসি থেকে বাগপত জেলে মুন্নাকে ট্রান্সফার করা হয় ৷
advertisement
আরও পড়ুন: ফাঁসিই বহাল রইল নির্ভয়ার ধর্ষকদের, চূড়ান্ত রায়ে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
মুন্না বজরঙ্গী ওরফে প্রেম প্রকাশকে বিজেপি নেতাকে খুন করার অভিযোগে মুম্বই থেকে অক্টোবর ২০০৯ গ্রেফতার করা হয় ৷
আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বন্ধ স্কুল-কলেজ, আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি খারাপ হওয়ার পূর্বাভাস মুম্বইয়ে
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, জেলের ভিতরে এরকম ঘটনা অত্যন্ত গুরুতর ৷ দোষীদের কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি ৷ বজরঙ্গীর বিরুদ্ধে খুন ও তোলাবাজির প্রায় ৪০টি মামলা রয়েছে ৷