TRENDING:

Gandhi Jayanti 2021| PM Narendra Modi|| গান্ধি জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন মোদির, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলে মাল্যদান

Last Updated:

Gandhi Jayanti 2021: আজ ২ অগাস্ট। জাতির জনক মহাত্মা গান্ধির জন্মদিন (Gandhi Jayanti 2021)। সেই উপলক্ষে শনিবার সকালে গান্ধি জয়ন্তীতে দিল্লির রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আজ ২ অগাস্ট। জাতির জনক মহাত্মা গান্ধির জন্মদিন (Gandhi Jayanti 2021)। সেই উপলক্ষে শনিবার সকালে গান্ধি জয়ন্তীতে দিল্লির রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। পাশাপাশি, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর (Lal Bahadur Shastri) জন্মবার্ষিকীতে বিজয়ঘাটে তাঁর সমাধিস্থলেও মাল্যদান করেন তিনি।
গান্ধি জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন মোদির।
গান্ধি জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন মোদির।
advertisement

আজ দেশজুড়ে পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধির ১৫২তম জন্মজয়ন্তী (Gandhi Jayanti 2021)। এ দিন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, লোকসভা স্পিকার ওম বিড়লা, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, ইউএস সেক্রেটারি জেনারেল অ্যান্টেনিও গুতেরাস-সহ দেশের বহু রাজনৈতিক এবং বিশিষ্ট ব্যক্তিত্ব গান্ধিজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। রাজঘাটের পাশাপাশি বিজয়ঘাটে মাল্যদান করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। শ্রদ্ধাজ্ঞাপন করেন ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কইয়া নাইডু ও লোকসভার স্পিকার ওম বিড়লা।

advertisement

মহাত্মা গান্ধির (Gandhi Jayanti 2021) প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ট্যুইট করেন, “জাতির জনক মহাত্মা গান্ধির জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন। বাপুর জীবন ও আদর্শ দেশের পরবর্তী প্রজন্মকে কর্তব্যের পথে হাঁটতে উৎসাহিত করবে।” এ দিন লাক্ষাদ্বীপে গান্ধিজির আবক্ষ মূর্তি উন্মোচন করেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ দিন লালবাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী ট্যুইট করে লেখেন, “দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে তাঁকে শত প্রণাম।" বাপুর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করেছেন স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, এ দিন সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাত এবং অন্যান্য রাজ্যের জল জীবন মিশনের  (Jal Jeevan Mission) থেকে সুবিধাপ্রাপ্ত গ্রাম পঞ্চায়েত, জল সমিতি এবং গ্রামের জল এবং নিকাশির সঙ্গে যুক্তদের সঙ্গে বৈঠক করবেন। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে গুজরাতের ১৪,২৫০ গ্রামের পঞ্চায়েত সদস্যদের নিয়ে হবে 'গ্রাম সভা'। Pimpli গ্রামটি কীভাবে লাভবান হয়েছে এই 'জল জীবন মিশন' প্রকল্প থেকে, তা ভিডিও কনফারেন্সে দেখানো হবে।

বাংলা খবর/ খবর/দেশ/
Gandhi Jayanti 2021| PM Narendra Modi|| গান্ধি জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন মোদির, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলে মাল্যদান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল