আপের পাঁচ জন প্রার্থীর মধ্যে রয়েছেন হরভজন সিং। ভারতীয় আন্তর্জাতিক দলের নির্ভরযোগ্য স্পিনারকে প্রার্থী করার কথা আগেই সূত্র মারফত প্রকাশিত হয়েছিল। আপ মনে করছে, হরভজন সিংয়ের যুব সম্প্রদায়ের সঙ্গে একটি সংযোগ আছে। সেই কারণেই তাঁকে প্রার্থী করতে চাইছে আপ।
৩৩ বছরের রাঘব চাড্ডাকে রাজ্যসভার সাংসদ করে পাঠাতে চলেছে আপ। আপের পক্ষ থেকে চাড্ডা সাংসদ হলে তিনিই হবেন রাজ্যসভার কনিষ্ঠতম সদস্য। ২০২০ সাল থেকে পঞ্জাবে আপের দায়িত্বপ্রাপ্ত ছিলেন রাঘব। দিল্লি জল বোর্ডের ভাইস-চেয়ারম্যান। মনে করা হয়েছিল, পঞ্জাবে রাঘব চাড্ডার জন্যই এ বার আপের ফল এতটা ভাল হয়েছে।
advertisement
আরও পড়ুন : স্বামী-স্ত্রীর ঝগড়া চরমে! প্রকাশ্যে আচমকা যা করে বসলেন স্ত্রী... শিউরে উঠল সবাই!
চাণক্য সন্দীপ পাঠক আইআইটি দিল্লির অ্যাসোসিয়েট প্রোফেসর এ বার আপের মনোনয়নে রাজ্যসভার সদস্য হচে চলেছে। তিনিও পর্দার আড়াল থেকে দীর্ঘদিন আপের হয়ে কাজ করছেন। পঞ্জাবে সংগঠন গড়ে তোলা ও নির্বাচনী সাফল্যের পিছনে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। স্বয়ং কেজরিওয়াল ভোটের ফল প্রকাশের পরেও সন্দীপের কথা বলেছেন।
অশোক মিত্তল নিজে একজন শিক্ষা প্রতিষ্ঠানের মালিক। তিনি লাভলি প্রফেশনল ইউনিভার্সিটির মালিক। ২০০১ সালে প্রতিষ্ঠার পর দ্রুত নাম হয়েছে এই বিশ্ববিদ্যালয়ের। দেশের বৃহত্তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে এটি। তিনিও এবার আপের প্রার্থী।
আরও পড়ুন: আজই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় অশনি, সরাসরি না হলেও বাংলাতেও বড় প্রভাব! কী হতে চলেছে?
সঞ্জীব আরোরা শিল্পপতি। আপের পঞ্চম রাজ্যসভার প্রার্থী তিনি। লুধিয়ানার এর শিল্পপতিও দীর্ঘদিন ধরে আপের সঙ্গে যুক্ত।