যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে নো ফ্লাইং জোন জারি হওয়ায় সোমালিয়া, রোমানিয়া, বুদাপেস্ট, বুচারেস্টের মতো দেশগুলির সীমা ব্যবহার করে ভারতীয়দের ফেরানোর কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ফেরাতে চালু করা হয়েছে অপারেশন গঙ্গা (Operation Ganga in Ukraine Crisis)। আজ ভোররাতেই একটি বিমানে দেশে ফেরানো হয়েছে দুশোর উপর পড়ুয়াকে।
আরও পড়ুন: মধুচন্দ্রিমায় নয়, বিয়ের পরে ইউক্রেনের এই দম্পতি গেলেন যুদ্ধক্ষেত্রে!
advertisement
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের ফেরানো নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতে থাকা আত্মীয়দের। সসামাজিক মাধ্যম, আন্তর্জাতিক সংবাদমাধ্যম মারফৎ সেখানে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের ভিডিও বার্তা এসে পৌঁছেছে। কেউ বোম্ব শেল্টার, কেউ অন্য কোনও নিরাপদ আশ্রয়ে রয়েছেন এবং সেখান থেকে ভিডিও বার্তা পাঠিয়ে ভারত সরকারের কাছে দ্রুত উদ্ধারের আবেদন করেছেন। কেউ কিভ শহরে, কেউ সেখান থেকে ৫০-৬০ কিলোমিটার বা তার বেশি দূরের কোনও শহরে রয়েছেন। বাঙ্কারে আশ্রয় নিয়ে তাঁরা দিনভর শুনেছেন বোমা, গুলির শব্দ।
আরও পড়ুন: অগ্নিমূল্য ভোজ্য তেল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আরও বাড়তে পারে দাম! কারণ কী?
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের উপরে চাপ বাড়ছে প্রতিমুহুর্তে। সামাজিক মাধ্যমে অনেক পরিবারের আত্মীয়ই পরিবারের সদস্যকে দ্রুত ফিরিয়ে আনার জন্য। গতকাল ভারতের বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, "রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। সেখানে ভারতীয়দের নিয়ে উদ্বেগ জানিয়েছে। যে সমস্ত জায়গায় ভারতীয়রা আটকে আছেন সেই সমস্ত জায়গার নাম জানিয়েছি। দুই দেশের রাষ্ট্রদূত আমাদের উদ্বেগের কথা শুনেছেন এবং সে দেশে থাকা ভারতীয়দের সুরক্ষা নিয়ে আশ্বাস দিয়েছেন।"
সীমান্তবর্তী এলাকায় যে ভারতীয়রা রয়েছেন, তাঁদের সংগঠিতভাবে সীমান্তের চেকপোস্টে গিয়ে ভারতের বিদেশমন্ত্রকের প্রতিনিধিদের কথা বলার আবেদন জানিয়েছেন। বুদাপেস্টে ভারতীয় দূতাবাসের তরফে বিবৃতি জারি করে একই নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে বিশেষ করে পড়ুয়াদের নিজেদের সঙ্গে পাসপোর্ট, নগদ এবং জরুরি অবস্থায় খরচের জন্য মার্কিন ডলার, করোনার দু'টি ডোজ সম্পূর্ণ করার শংসাপত্র রাখতে বলার পাশাপাশি ভারতের জাতীয় পতাকার প্রিন্ট আউট গাড়িতে লাগিয়ে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।