TRENDING:

Bihar Forest Guard : এক হাতে ব্যাগবন্দি তীব্র বিষধর ব্যান্ডেড ক্রেইট সাপ, গ্রামবাসীদের সচেতনতামূলক বক্তব্য রেখে ‘নায়ক’ এই বনরক্ষী

Last Updated:

Bihar Forest Guard : বিহারের (Bihar) বনরক্ষক অনিল কুমার এখন নায়ক৷ গ্রামবাসীদের চোখেও, বনবিভাগের কাছেও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কিষাণগঞ্জ : বিহারের (Bihar) বনরক্ষক অনিল কুমার এখন নায়ক৷ গ্রামবাসীদের চোখেও, বনবিভাগের কাছেও৷ সম্প্রতি কিষাণগঞ্জ জেলার তরাই অঞ্চলে ফড়িংগোলা গ্রাম থেকে তিনি উদ্ধার করেছেন তীব্র বিষধর ব্যান্ডেড ক্রেইট (banded krait) প্রজাতির সাপ৷ এখানেই শেষ নয় তাঁর কৃতিত্ব৷ গ্রামবাসীদের তিনি বুঝিয়েছেন মানুষ ও বন্যপ্রাণের শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব৷ সাপটিকে দেখার পর মেরে না ফেলে বন দফতরকে (forest department) খবর দেওয়া জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন গ্রামের বাসিন্দাদের৷
advertisement

সাপটি ধরার পর ঘটনাস্থলেই তিনি উপস্থিত গ্রামবাসীদের সামনে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন৷ বলেন, বন্যপ্রাণকে ভয় না পেয়ে, তাকে ধ্বংস না করে বরং সহাবস্থানে গুরুত্ব দিতে হবে৷ তাঁর বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে৷

ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন বিহারের বন এবং জলবায়ু পরিবর্তন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি দীপককুমার সিং৷ ট্যুইটারে এখনও অবধি প্রায় ৭ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি৷ সেখানে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে একহাতে ধরে রয়েছেন বিষধরবন্দি ব্যাগ৷ সেই অবস্থায় উপস্থিত জনতাকে বুঝিয়ে চলেছেন বন্যপ্রাণের গুরুত্ব৷

advertisement

advertisement

আরও পড়ুন-আরে এ তো মুখ্যমন্ত্রী!' বাসভর্তি যাত্রীর মধ্যে হঠাৎ আগমন তাঁর, গোটা দেশে ঘুরছে এই ভিডিও

হিন্দিতে অনিল বলেন, ‘‘যাঁরা এই সাপের বিষয়ে বন বিভাগকে খবর দিয়েছেন, তাঁরা খুব বড় কাজ করেছেন৷ সাপকে ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু একইসঙ্গে আমাদের সতর্ক থাকতে হবে৷ সাপও প্রকৃতির অঙ্গ৷ তাদের ছাড়া আমাদের পৃথিবী অসম্পূর্ণ৷ ঈশ্বর প্রত্যেক প্রাণীর জন্য কিছু কাজ নির্দিষ্ট করেছেন৷’’ তিনি জানান, সাপটিকে বনে ছেড়ে দেওয়া হবে৷ গ্রামবাসীদের কাছে তাঁর অনুরোধ, সাপকে মেরে না ফেলে যেন বন দফতরকে খবর দেওয়া হয়৷

advertisement

আরও পড়ুন-বয়স মাত্র ৬, তাকেও ছাড়ল না নৃশংস ধর্ষক! দিল্লির ভয়ঙ্কর ঘটনায় CCTV-তে বড় সূত্র

অনিলের কৃতিত্ব এবং সংক্ষিপ্ত বক্তব্যে মুগ্ধ নেটিজেন-সহ বন দফতরের কর্তারা৷ এমনকি একজন নেটিজেন যখন জানিয়েছেন তাঁর গ্রামে সাপ বার হলে মেরে ফেলা হয়, তাঁকে যোগাযোগের নাম্বার দিয়ে দিয়েছে বনবিভাগের উচ্চপদস্থ কর্তা৷ যেখানে তাঁরা সরাসরি যোগাযোগ করতে পারবেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কোনও কোনও নেটিজেনের মত, সচেতনতা বৃদ্ধিতে উচ্চপদস্থ আধিকারিকদের উচিত বনরক্ষীদের সঙ্গে কথা বলা৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Forest Guard : এক হাতে ব্যাগবন্দি তীব্র বিষধর ব্যান্ডেড ক্রেইট সাপ, গ্রামবাসীদের সচেতনতামূলক বক্তব্য রেখে ‘নায়ক’ এই বনরক্ষী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল