TRENDING:

Covid 19 Nasal Vaccine : কোভিড ১৯ টিকাকরণে যুগান্তকারী! অনুমোদন পেল ভারত বায়োটেকের প্রথম Nasal Covid 19 Vaccine

Last Updated:

Covid 19 Nasal Vaccine : নাক দিয়েই নেওয়া যাবে ভ্যাকসিন ৷ ভারত বায়োটেকের তৈরি নেজাল ভ্যাকসিনকে অনুমোদন দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিসিজিআই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : কোভিড ১৯-এর টিকাকরণে যুগান্তকারী পরিবর্তন ৷ এ বার আর ত্বক বিঁধিয়ে ইঞ্জেকশন নয় ৷ নাক দিয়েই নেওয়া যাবে ভ্যাকসিন ৷ ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি নেজাল ভ্যাকসিনকে বা নাক দিয়ে নেওয়ার কোভিড প্রতিষেধককে (Covid 19 Nasal Vaccine) অনুমোদন দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা ডিসিজিআই (DCGI) ৷
First Nasal Covid 19 Vaccine
First Nasal Covid 19 Vaccine
advertisement

তবে আপাতত এটা জরুরি ভিত্তিতে ব্যবহার করা যাবে শুধুমাত্র পূর্ণবয়স্কদের ক্ষেত্রেই অর্থাৎ ১৮ বছরের ঊর্ধ্বে ৷ জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ মাণ্ডব্য ৷ এই প্রসঙ্গে তিনি বলেন ‘‘ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত তার বিজ্ঞান, গবেষণা ও বিকাশকে সঠিক পথে চালিত করে সাফল্য আয়ত্ত করতে পেরেছে ৷’’

ভারত বায়োটেক জানিয়েছে তাদের কোভিড ইন্ট্রানেজাল ভ্যাকসিন বিবিভি১৫৪ নিরাপদ বলে প্রমাণিত হয়েছে ৷ এটা সহ্য করা সহজ এবং নিয়ন্ত্রিত তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে ইমিউনোজেনিক হিসেবেও চিহ্নিত হয়েছে ৷

advertisement

আরও পড়ুন :  হাসিনার মুখে মোদির ভূয়সী প্রশংসা, ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সাতটি মৌ

ভারত বায়োটেকের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এল্লা সম্প্রতি বলেছেন যে তাঁদের সংস্থা নেজাল ভ্যাকসিনের ট্রায়াল সম্পূর্ণ করেছে প্রায় ৪ হাজার স্বেচ্ছাসেবকের ক্ষেত্রে ৷ টিকা প্রয়োগের পর এখনও পর্যন্ত কোনও বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলেই তাঁর দাবি ৷

advertisement

আরও পড়ুন :  মাথায় আঘাত থেকে রক্তক্ষরণ, দেহে একাধিক আঘাত, আর যা যা জানা গেল সাইরাস মিস্ত্রির অটোপ্সি রিপোর্টে

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

মঙ্গলবার ভারত সরকারের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে সারা দেশে গত একদিনে কোভিড সংক্রমণ বেড়েছে ৪,৪১৭ ৷ যা গত ৩ মাসে সর্বনিম্ন ৷ সক্িয় রোগীর সংখ্যা কমে পৌঁছেছে ৫২ হাজার ৩৩৬-এ ৷ মৃত্যুর হয়েছে ২৩ জনের ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Covid 19 Nasal Vaccine : কোভিড ১৯ টিকাকরণে যুগান্তকারী! অনুমোদন পেল ভারত বায়োটেকের প্রথম Nasal Covid 19 Vaccine
Open in App
হোম
খবর
ফটো
লোকাল