প্রায় ৪ বছর আগে ফ্রান্স সরকারের সঙ্গে ভারতের ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি হয় ৫৯ হাজার কোটি টাকায়৷ সেই চুক্তির প্রথম ৫টি রাফাল এসে পৌঁছল এদিন দুপুরে ৷ রাফালের অবতরণ ঘিরে কড়া নিরাপত্তায় মোড়া আম্বালায় বায়ুসেনার বিমানঘাঁটি ৷ সকাল থেকেই জারি ১৪৪ ধারা ৷ কোনও রকম ছবি তোলা, ভিডিও করায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা৷ প্রশাসনের তরফ থেকে জানানো হয়, বিমান ঘাঁটির ৩ কিমি রেডিয়াসের মধ্যে কোনও ব্যক্তিগত ড্রোনও আকাশে ওড়ানো যাবে না ৷
advertisement
দুর্দান্ত শক্তিশালী এই রাফাল নিয়ে আগ্রহের শেষ নেই ৷ রাফাল চুক্তি নিয়ে ভারতীয় রাজনীতিতে বিস্তর জলঘোলা হলেও পাঁচটি রাফালের শক্তিতে আরও অদম্য হয়ে উঠল ভারতীয় বায়ুসেনা ৷ রাফালের শক্তি এতটাই যে শত্রুশিবিরে ৬০০ কিলোমিটার পর্যন্ত ভিতরে ঢুকে আঘাত হানতে সক্ষম ৷ শুধু তাই নয়, ১০০ কিলোমিটার জায়গার মধ্যে ৪৫ টি নিশানায় এক সঙ্গে আঘাত হানতে পারে রাফাল। রাফালের বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ১৫০ কিমির বেশি। উল্লেখ্য, পাকিস্তানের হাতে যেসব যুদ্ধবিমান আছে তার বিভিআর বড়জোড় ৫০ কিলোমিটার ৷ সামরিক বিশেষজ্ঞদের মতে, রাফাল যে ধরনের মিসাইল এবং অস্ত্রশস্ত্র বহনে সক্ষম, তা পৃথিবীর মধ্যে অন্যতম সেরা এবং সর্বাধুনিক৷ অতএব আকাশযুদ্ধে বিশাল পট পরিবর্তন হতে চলেছে তা বলাই বাহুল্য ৷
ফ্রান্স সরকারের সঙ্গে চুক্তি মোতাবেক বিভিন্ন পর্যায়ে ২০২১ সালের মধ্যে ৩৬টি রাফাল হাতে পাবে ভারতীয় সেনা ৷ বিজেপি-র আম্বালা সিটি বিধায়ক অসীম গয়াল নাগরিকদের কাছে বুধবার সন্ধে ৭টা থেকে সাড়ে ৭টা মোমবাতি জ্বালিয়ে রাফালকে ভারতে স্বাগত জানাতে আবেদন জানিয়েছেন ৷