আরও পড়ুন- "বুলেট ট্রেন ভাঁওতাবাজি," কেন্দ্রের সমালোচনায় সরব তৃণমূল সাংসদ নুসরাত জাহান!
সোমবার নবীনের মরদেহ চালাগেরি গ্রামে পৌঁছবে বলে জানান তিনি। শেষকৃত্য সম্পন্ন করার পর, এই ছাত্রের পরিবার দাভানাগেরের এসএস মেডিকেল কলেজে নবীনের দেহ দান করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। মেডিকেল কলেজের পড়ুয়াদের আরও শেখার সুযোগ করে দিতেই তাঁরা এই সিদ্ধান্ত নেন বলেই সূত্রের খবর। নবীনের মা বিজয়লক্ষ্মীও সন্তানের মৃতদেহ ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন- কোভিডে বেড়েছে নৈকট্য! সন্তান নয়, পোষ্যের অভিভাবক হতে চাইছেন অনেক মানুষই: সমীক্ষা
খারকিভ শহরে খাবারের সন্ধানে বাঙ্কার থেকে বেরিয়ে গিয়ে যুদ্ধের (Ukraine War) মুখে পড়ে নিহত হন নবীন। রাজ্য সরকার নবীনের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণও দিয়েছে।
বছর একুশের নবীন শেখারাপ্পার পরিবার জানিয়েছিল, ৯৭ শতাংশ নম্বর পেয়েও নিজের রাজ্যে মেডিকেলে আসন পায়নি ছেলে। আসন পেতে প্রয়োজন ছিল কোটি কোটি টাকার। শেষমেশ কম খরচে পড়তেই ইউক্রেন পাড়ি (Russia Ukraine War) দিতে হয় তাঁকে। খারকিভে নিহত চতুর্থ বর্ষের ছাত্র নবীন শেখরাপ্পা বছর কয়েক আগে ইউক্রেনের খারকিভ ন্যাশনাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। ক্লাসের ‘টপারও’ ছিলেন। যুদ্ধের (Ukraine War) এক সকালে ফ্ল্যাটের কাছেই একটি দোকান থেকে জিনিসপত্র কিনতে গিয়ে গোলাবর্ষণে প্রাণ হারান নবীন।