বিশ্ব ব্যাঙ্কের এই রিপোর্টে স্বস্তিতে কেন্দ্র। ২০১১-১২ সালে ভারতের ২৭.১ শতাংশ মানুষ চরম দরিদ্র ছিলেন। ২০২২-২৩ সালে সেই পরিমাণ কমে হযেছে ৫.৩ শতাংশ। অর্থাৎ বিশ্ব ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, ভারতের ২৬.৯ কোটি মানুষের চরম দারিদ্রসীমা থেকে মুক্তি ঘটেছে।
advertisement
২০১১-১২ সালে ভারতের মোট চরম দারিদ্রসীমায় থাকা মানুষদের ৬৫ শতাংশ থাকতেন উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার এবং মধ্যপ্রদেশে। এই রাজ্যগুলিরও দারিদ্রসীমার নীচে থাকা মানুষদের উন্নতি ঘটেছে।
শুধু তাই নয় শহর এবং গ্রামেরও কত মানুষ এখন চরম দারিদ্রসীমায় রয়েছেন তা প্রকাশ করেছে বিশ্ব ব্যাঙ্ক। গ্রামের মানুষদের মধ্যে এর শতকরা হার ১৮.৪ শতাংশ থেকে নেমে এসেছে ২.৮ শতাংশ। শেষ ১১ বছরে চরম দরিদ্র মানুষদের হার কমেছে শহরেও। শহরে এই অঙ্ক দাঁড়িয়েছে ১০.৭ শতাংশ থেকে কমে ১.১ শতাংশ। এই হিসাব থেকে স্পষ্ট, দারিদ্রতা দূরিকরণে ভাল কাজ করছে ভারত।