TRENDING:

Exit Poll Results 2023: তেলেঙ্গানায় সংখ্যাগরিষ্ঠ হতে পারে কংগ্রেস, পিছিয়ে BRS, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

Last Updated:

Exit Poll Results 2023: ভোটপর্ব শেষ হওয়ার পরেই বিভিন্ন বুথফেরত সমীক্ষার ফলাফল সামনে আসতে থাকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দ্রাবাদ: ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। এদিন শেষ দফায় ছিল তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। ভোটপর্ব শেষ হওয়ার পরেই বিভিন্ন বুথফেরত সমীক্ষার ফলাফল সামনে আসতে থাকে। বিভিন্ন এক্সিট পোলে যা ইঙ্গিত আসছে তাতে দাবি করা হচ্ছে, পরিবর্তনের হাওয়া এবার দেখা যেতে পরে দক্ষিণের এই রাজ্যে। তেলেঙ্গানার বিধানসভায় মোট আসন ১১৯টি।
ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়। (Pic courtesy - PTI)
ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়। (Pic courtesy - PTI)
advertisement

পোল অফ পোলসে-র সমীক্ষা অনুযায়ী, ২০২৩ বিধানসভা নির্বাচনে তেলেঙ্গানায় বিআরএস পেতে পারে ৪৮টি আসন। কংগ্রেস পেতে পারে ৫৬টি আসন। এর বাইরে বিজেপির খাতাতেও কিছু আসন আসতে পারে। বিজেপি ৫ থেকে ১০ টি আসন পেতে পারে। বাকি দলগুলি ৬ থেকে ৮টি পেতে পারে। জন কী বাতের সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস পেতে পারে ৪৮ থেকে ৬৪টি আসন। বিআরএস পেতে পারে ৪০ থেকে ৫৫টি আসন। বিজেপির খাতায় আসতে পারে ৭-১৩টি আসন। এআইএমআইএম পেতে পারে ৪-৭টি আসন।

advertisement

আরও পড়ুন, অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৫১ হাজার…! বিধানসভায় পাশ হয়ে গেল মন্ত্রীদের বেতন বৃদ্ধি বিল

আরও পড়ুন,  নবদ্বীপে রাসে প্রতিমা বিসর্জনে বিপত্তি, ঠাকুর চাপা পড়ে আহত কমপক্ষে চার জন

এক নজরে জেনে নেওয়া যাক ২০১৮ সালে বিধানসভা নির্বাচনী ফলাফলে তেলেঙ্গানার ছবিটা কেমন ছিল। ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে তেলেঙ্গানায় বিআরএস (পূর্বে টিআরএস) জিতেছিল ৮৮টি আসন। কংগ্রেসের ঝুলিতে আসে ১৯টি আসন। ওয়েইসির দল এআইএমআইএম পায় ৭টি আসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরীকে রক্ষা করতে বড় সিদ্ধান্ত বনদফতরের, অমান্য করলে গুনতে হবে জরিমানা
আরও দেখুন

টিডিপি পায় ২টি এবং বিজেপি পায় একটি আসন। এর বাইরে নির্দল এবং স্থানীয় একটি রাজনৈতিক দলও একটি করে আসনে জিতেছিল। বিআরএস সেই সময়ে পেয়েছিল মোট ৪৬.৮৭ শতাংশ ভোট। কংগ্রেস পায় ২৮ শতাংশ ভোট ৭ শতাংশের একটু কম ভোট।

বাংলা খবর/ খবর/দেশ/
Exit Poll Results 2023: তেলেঙ্গানায় সংখ্যাগরিষ্ঠ হতে পারে কংগ্রেস, পিছিয়ে BRS, ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল