TRENDING:

খাল পাড় বাঁধাইয়ের কাজ হয়নি, এর জেরে ভাঙছে খালের পাড়, আতঙ্কে গ্রামবাসীরা

Last Updated:

পশ্চিম মেদিনীপুরের পলাশপাই খাল। গত নভেম্বর মাসে এই খাল সংস্কার করেছে সেচ দফতর। কিন্তু পাড় বাঁধাইয়ের কাজ এখনও বাকি। সংস্কারের পর ভাঙন বেড়েছে খালের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরে পলাশপাই খাল সংস্কার করেছে সেচ দফতর। কিন্তু খাল পাড় বাঁধাইয়ের কাজ এখনও বাকি। এর জেরে ভাঙছে রূপনারায়ণে সংযুক্ত এই খালের পাড়। বর্ষা এলেই খালে বাড়ি ভেসে যাওয়ার আতঙ্কে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বেশ কয়েকটি গ্রাম।
advertisement

পশ্চিম মেদিনীপুরের পলাশপাই খাল। গত নভেম্বর মাসে এই খাল সংস্কার করেছে সেচ দফতর। কিন্তু পাড় বাঁধাইয়ের কাজ এখনও বাকি। সংস্কারের পর ভাঙন বেড়েছে খালের। এর জেরে আগামী বর্ষাতেই খালে বাড়ি তলিয়ে যাওয়ার আতঙ্কে দাসপুরের মহিষঘাটা, গোছাতি, পলাশপাই, আজুড়িয়ার বাসিন্দারা।

আরও পড়ুন ছেলেধরা সন্দেহ, পুলিশের সামনেই মাথা থেঁতলে খুনের অভিযোগ জনতার বিরুদ্ধে

advertisement

এলাকাবাসীর দাবি, সংস্কারের পর পাড় বাঁধাই করে দেওয়ার কথা থাকলেও এখনও কাজ শুরু করেনি সেচ দফতর। মহকুমাশাসকের অবশ‍্য দাবি, সেচ দফতরকে সমস‍্যার কথা জানিয়েছেন তিনি। পাড় বাঁধাইয়ের কাজও শুরু করেছে সেচ দফতর। আদৌ পাড় বাঁধাইয়ের কাজ কবে শেষ হবে? পাড় বাঁধাই নাহলে কীভাবে থাকবে বাড়ি? অাতঙ্কে দাসপুরের কয়েকশো পরিবার।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
খাল পাড় বাঁধাইয়ের কাজ হয়নি, এর জেরে ভাঙছে খালের পাড়, আতঙ্কে গ্রামবাসীরা