ছেলেধরা সন্দেহ, পুলিশের সামনেই মাথা থেঁতলে খুনের অভিযোগ জনতার বিরুদ্ধে

Last Updated:
#আলিপুরদুয়ার: ছেলেধরা অপবাদে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন নাগরাকাটার সুখানি বস্তিতে। পুলিশের সামনেই পয়তাল্লিশ বছরের এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুনের অভিযোগ। সম্প্রতি এলাকায় শিশু-চুরির গুজব ছড়ায়। নিহত যুবক বহুরুপী সেজে এলাকায় ভিক্ষা করতেন। সোমবার সকালে ভিক্ষা করতে গেলে তাঁর উপর চড়াও হয় উত্তেজিত জনতা। লাঠি দিয়ে মার, পাথর ছোঁড়া কিছুই বাদ যায়নি। এরপর তাঁকে তাড়িয়ে নিয়ে গিয়ে রেললাইনের ধারে পাথর দিয়ে মাথা থেঁতলে মেরে ফেলার অভিযোগ। ।
জোড়া গণপিটুনির ঘটনা আলিপুরদুয়ারেও। রবিবার রাতে বাদলনগরে এক ব্যক্তিকে ছেলেধরা সন্দেহে মারধর করে এলাকাবাসী। সোমবার সকালে আলিপুরদুয়ারের পূর্ব ভোলারডাবরিতেও শিশুকে নিয়ে ঘোরাফেরা করতে দেখে অন্য এক ব্যক্তিকে ব‍্যাপক মারধর করা হয়। দু’জনকে উদ্ধার করেছে পুলিশ।
গত দু্’মাসে পর পর গণপিটুনির ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারে। ২৬ জুন আলিপুরদুয়ারের পাটকাপাড়া চা বাগানে এক আয়ুর্বেদ চিকিৎসককে মারধর কর হয়৷ ৮ জুলাই কালচিনির দলসিং পাড়ায় ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি৷ ১৩ জুলাই মাঝেরডাবরি চাবাগানে ছেলেধরা সন্দেহে মারধর৷ ৩জনকে উদ্ধারে করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ৷
advertisement
advertisement
গণপিটুনির ঘটনা বাড়ছে। সতর্ক প্রশাসন সচেতনতা বাড়াতে মাইকিং চালাচ্ছে। আয়োজন করা হচ্ছে বিভিন্ন সচেতনতা শিবিরের। তবু কাজের কাজ হচ্ছে না। বাড়ছে উদ্বেগ।
বাংলা খবর/ খবর/দেশ/
ছেলেধরা সন্দেহ, পুলিশের সামনেই মাথা থেঁতলে খুনের অভিযোগ জনতার বিরুদ্ধে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement