এই পৃথিবী বড় দূষিত হয়ে পড়ছে। একদিকে কল-কারখানা থেকে নির্গত ধোঁয়া প্রকৃতিতে দূষণ ছড়াচ্ছে। অন্য দিকে, উন্নত সভ্যতা ক্রমাগত বিদ্যুৎ ব্যবহার করে চলেছে, যার কারণে প্রাকৃতিক শক্তির ক্ষয় হচ্ছে প্রতিনিয়ত। এই দুইয়ের সমাধান করার কথাই ভাবছে দশম শ্রেণির পড়ুয়া কৃতজ্ঞ।
আরও পড়ুনঃ প্রকাশিত হল UPSC প্রিলিমস ২০২৩-এর ফলাফল, রেজাল্ট দেখার পদ্ধতিটি জেনে নিন
advertisement
এমন দিন আসতে পারে, যে দিন কারখানা থেকে নির্গত ধোঁয়া থেকেই বিদ্যুৎ তৈরি করা যাবে। বড় পরিসরে এই প্রকল্প চালু করা গেলে কারখানা থেকে নির্গত বর্জ্যের ধোঁয়া থেকে বিদ্যুৎ উৎপাদন করে ব্যবহার করা যাবে। এর ফলে অনেক এলাকা উপকৃত হবে এবং অনেক সাশ্রয়ও করা সম্ভব হবে।
কৃতজ্ঞ বলে, ‘আমি ধোঁয়া থেকে আলো তৈরির একটি প্রকল্প নিয়ে কাজ করেছি। কারখানা থেকে যত ধোঁয়া বের হয় তা মোটেও প্রকৃতির পক্ষে ভাল নয়। বরং আমরা সহজেই সেই ধোঁয়া থেকে আলো জ্বালানোর মতো বিদ্যুৎ তৈরি করতে পারি তা অনেক উপকারী হবে।’
কৃতজ্ঞ একটি ছোট প্রকল্পের মাধ্যমে বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তার দাবি, যদি ৩০ মিনিটের জন্য ধোঁয়া বের হয়, তাহলে তা থেকে এতটা বিদ্যুৎ উৎপন্ন হতে পারে যা দিয়ে প্রায় ২০ মিনিট আলো জ্বালানো সম্ভব। তবে এই প্রকল্পটি যদি একটু বড় পরিসরে করা গেলে সহজেই উৎপন্ন বিদ্যুতের পরিমাণ বেশি হবে। তা দিয়ে সহজেই একটি ছোট গ্রাম বা শহরে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে কৃতজ্ঞর দাবি। অথবা, কল-কারখানায় যে বিদ্যুতের প্রয়োজন হয় তার জোগান দেওয়া যেতে পারে তার নিজের ধোঁয়া ব্যবহার করেই।
কৃতজ্ঞ জানিয়েছে, এই প্রকল্পে কাজ করতে তার ৬ থেকে ৭ মাস সময় লেগেছে। এই আবিষ্কারের জন্য কৃতজ্ঞ পেয়েছে ‘ইয়ং সায়েন্টিস্ট’ পুরস্কারও।
কৃতজ্ঞ ভবিষ্যতে আইটিআই-তে পড়তে চায়। হতে চায় ইঞ্জিনিয়ার- যাতে আরও নতুন নতুন আবিষ্কারের মধ্যে দিয়ে মানুষকে সাহায্য করা যেতে পারে।