UPSC Prelims Result 2023: প্রকাশিত হল UPSC প্রিলিমস ২০২৩-এর ফলাফল, রেজাল্ট দেখার পদ্ধতিটি জেনে নিন

Last Updated:

UPSC Prelims Result 2023: আজ ফল প্রকাশিত হল UPSC প্রিলিমস ২০২৩ পরীক্ষার। ২৮ মে অনুষ্ঠিত হয়েছিল UPSC প্রিলিমস পরীক্ষা।

প্রকাশিত হল UPSC প্রিলিমস ২০২৩-এর ফলাফল, রেজাল্ট দেখার পদ্ধতিটি জেনে নিন
প্রকাশিত হল UPSC প্রিলিমস ২০২৩-এর ফলাফল, রেজাল্ট দেখার পদ্ধতিটি জেনে নিন
আজ ফল প্রকাশিত হল UPSC প্রিলিমস ২০২৩ পরীক্ষার। ২৮ মে অনুষ্ঠিত হয়েছিল UPSC প্রিলিমস পরীক্ষা। ২০২৩ সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিস পরীক্ষাটি পরিচালনা করেছিল ইউনিয়ন অফ পাবলিক সার্ভিস কমিশন৷ UPSC প্রিলিমস ২০২৩ পরীক্ষার ফলাফল অফিসিয়াল ওয়েবসাইটে www.upsc.gov.in-এ পাওয়া যাবে। মোট ১৪৬২৪ জন পরীক্ষার্থী UPSC প্রিলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
দুটি শিফটে্ নেওয়া হয়েছিল এই পরীক্ষা৷ প্রথম ভাগে পরীক্ষার সময় ছিল ৯.৩০ থেকে ১১.৩০ পর্যন্ত৷ দ্বিতীয় ভাগে পরীক্ষার সময় ছিল ২.৩০ থেকে চলবে ৪.৩০ পর্যন্ত৷ UPSC মেন পরীক্ষা ১৫ সেপ্টেম্বর, ২০২৩-এ অনুষ্ঠিত হওয়ার কথা। লিখিত পরীক্ষা হবে মোট ৯টি পেপার।
advertisement
advertisement
স্টেপ ১- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ যেতে হবে।
স্টেপ ২- ‘রেজাল্ট: সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষা, 2023’ লিঙ্কে ক্লিক করুন।
স্টেপ ৩- স্ক্রিনে একটি নতুন ওয়েবপেজ খুলবে যাতে নিজের তথ‍্য দিতে হবে।
স্টেপ ৪- তারপর পরীক্ষার্থীর UPSC Prelims 2023 এর ফলাফল স্ক্রিনে দেখা যাবে।
স্টেপ ৫- ফলাফল ডাউনলোড করুন এবং ভবিষ্যতের জন্য একটি প্রিন্টআউট নিয়ে রাখতে পারেন।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
UPSC Prelims Result 2023: প্রকাশিত হল UPSC প্রিলিমস ২০২৩-এর ফলাফল, রেজাল্ট দেখার পদ্ধতিটি জেনে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement