AC লাগবে না! এই ভাবে তৈরি বাড়িতে ঘর হবে দারুন ঠান্ডা! দেখে নিন কীভাবে

Last Updated:

গোবর দিয়ে তৈরি ইট, সেই ইটের তৈরি বাড়ি— ভাবতে অবাক লাগলেও, পরীক্ষা-নিরীক্ষা চলছে এই নিয়েই।

জয়পুর:  ক্রমশ বাড়ছে পৃথিবীপৃষ্ঠের উত্তাপ। তার ফল যে কী হতে চলেছে, চলতি গ্রীষ্মে বেজায় টের পেয়েছে গোটা ভারতের মানুষ। কিন্তু গরম থেকে বাঁচতে ঘরে ঘরে লাগানো হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র। এটি একদিকে যেমন বিদ্যুৎ খরচ বাড়িয়ে প্রাকৃতিক সম্পদের অপচয় করছে, তেমনই এই যন্ত্র থেকে বের হওয়া ক্ষতিকারক গ্যাস নষ্ট করছে প্রকৃতির ভারসাম্য। ছিদ্র করছে ওজন স্তরে।
তাই একটু অন্য রকম ভাবনা চিন্তা করার সময় এসেছে। তেমনই ভাবনার প্রতিফলন দেখা গেল রাজস্থানে। গোবরের প্রলেপ যে ঘর ঠান্ডা রাখতে পারে তা ভারতের মতো দেশে অজানা নয়। আগে গ্রামের মাটির দেওয়ালে, মেঝেতে গোবর নিকোনো হত। এবার সেই পদ্ধতির কথা মাথায় রেখেই নতুন প্রযুক্তি উদ্ভাবনের কথা ভাবছেন গবেষক।
advertisement
advertisement
গোবর দিয়ে তৈরি ইট, সেই ইটের তৈরি বাড়ি— ভাবতে অবাক লাগলেও, পরীক্ষা-নিরীক্ষা চলছে এই নিয়েই। এই গবেষণা সফল হলে বাড়ি পরিবেশবান্ধব হবে, বাঁচবে প্রকৃতি, আবার মানুষের স্বাস্থ্যের উপরও ভাল প্রভাব ফেলবে।
যোধপুরের এমবিএম বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. প্রিয়াঙ্কা মেহতা ২০২০ সালে এই গবেষণা শুরু করেন। যার মূল প্রতিপাদ্যই ছিল গোবর দিয়ে তৈরি ইট এবং সেই ইট ব্যবহার করে বাড়ি তৈরি করা। এর অনেক রকম সুবিধা বলে মনে করা হচ্ছে। প্রথমত, গোবরের ইটের খরচ কম হতে পারে। এগুলি ওজনেও হালকা হবে।
advertisement
সেই সূত্র মাথায় রেখেই গোবর দিয়ে ইট তৈরি করা শুরু হয়। তার পরে রেডিয়েশন পরিমাপ ও তাপমাত্রা কমানোর কথা ভাবা হয়। এই বিষয়ে গবেষণা করতে গিয়ে দিল্লির টেরি ল্যাবের শংসাপত্রও পাওয়া যায়। তারপরেই শুরু হয় আসল কাজ। বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ১০ x ১০ আয়তনের একটি ঘর তৈরি করা হয়। দেখা যায় বৃষ্টিতে ওই কক্ষের কোনও ক্ষতি হয়নি। ঘরটি একেবারে সাধারণ ঘরের মতোই ভার বহন করতে পারে। বৃষ্টি ও ঝড়ের আঘাতও সহ্য করে।
advertisement
গোবরে তৈরি এসব ইটের নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিকাউ ইট’। ওজনে হালকা। সেই সঙ্গে ঘরের ভিতরে এবং বাইরে তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতেও পারে এগুলি। বিশেষত গ্রীষ্মকালে এটি ঘরকে ঠান্ডা রাখে। বৃষ্টিতেও নষ্ট হয় না। মনে করা হয় এতে ঘরের ভিতের অক্সিজেনের মাত্রা ভাল থাকবে। গোবরকে এমনিতেই অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদানে সমৃদ্ধ বলে মনে করা হয়। তাই দূষণের ঝুঁকিও কমবে বলে মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
AC লাগবে না! এই ভাবে তৈরি বাড়িতে ঘর হবে দারুন ঠান্ডা! দেখে নিন কীভাবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement