মিষ্টি খাইয়ে আনন্দ করা হয়৷
এই হাতিকে ধরে ফেলার পর ধোনি ও মুণ্ডুর গ্রামে মিষ্টি খাইয়ে সেলিব্রেট করা হয়৷ বলা হচ্ছে গত কয়েক মাসে এই হাতি একজন মর্নিং ওয়াকারকে মেরে ফেলেছিল৷ হাতিকে ধরে ফেলার পর সার্জেন অরুণ জকারিয়া সংবাদমাধ্যমকে বলে , ‘হাতিকে ধরার জন্য ৮২ বন আধিকারিক দিয়ে একটা বিশেষ টিম তৈরি করা হয়েছিল৷ দিনরাত সেই কর্মীরা হাতিটির ওপর নজর রাখছিল৷ কিন্তু দুষ্ট প্রতিবার চোখে ধুলো দিয়ে জঙ্গলে পালিয়ে যেত৷ কিন্তু এই দিন অবশেষে হাতিকে অজ্ঞান করার সাফল্য পাওয়া যায়৷
advertisement
আরও পড়ুন - KL Rahul Relationships: আথিয়ার আগে অনেক নারীসঙ্গই করেছেন কেএল রাহুল, রইল লাভার বয়ের হিস্ট্রি
রইল হাতিকে নিয়ে যাওয়ার মারাত্মক ভিডিও
প্রশিক্ষণপ্রাপ্ত হাতিদের সাহায্য নেওয়া হয়
আরও পড়ুন - আবারও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসকে অস্বস্তিতে ফেললেন দিগ্বিজয় সিং
ধোনি পলক্কড় থেকে ১২ কিলোমিটার দূরে কুয়াশা ঘেরা পাহাড় ও ঝরনার মধ্যে সংরক্ষিত বনে রয়েছে৷ ট্র্যাকিং ও ডার্টিং দল শনিবার ভোর থেকে হাতি ধরার চেষ্টা শুরু করে৷ কিন্তু হাতিও কম নয় সে পাহাড়ের ঢাল বেয়ে উঁচু এলাকায় গিয়ে সে দাঁড়িয়ে পড়ে৷ কিন্তু মাহুতের নেতৃত্বে তিনটি প্রশিক্ষিত হাতি ভরত, বিক্রম এবং সুরেন্দ্রন পিটি ৭ কে ঘিরে ধরে৷ এরপর হাতিকে বেহুঁশ করে তার মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেয়৷ তার পা দড়ি দিয়ে বেঁধে তাকে ট্রাকে চড়িয়ে দেওয়া হয়৷
গত বছর ৮ জুলাই ধোনি একজন মর্নিং ওয়াকারকে হত্যা করেছিল৷ মৃতের নাম ছিল শিবরামন৷ এবার পিটি ৭ কে ধোনি নাম দিয়ে কুনকি হাতিদের সঙ্গে রাখা হবে৷ সেখানেই তার ট্রেনিং হবে৷