TRENDING:

Maharashtra Crisis: অসমে নিরাপদ 'আশ্রয়ে' বিদ্রোহী শিন্ডে, সঙ্গে চল্লিশ বিধায়ক! আরও সঙ্কটে উদ্ধব সরকার

Last Updated:

মহারাষ্ট্রের মহা বিকাশ অঘোরি জোট সরকারে শিবসেনার হাতে রয়েছে ৫৫ জন বিধায়ক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গৌহাটি: গুজরাত থেকে এবার আর এক বিজেপি শাসিত রাজ্য অসমের রাজধানী গৌহাটিতে পৌঁছলেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে৷ মহারাষ্ট্রের এই মন্ত্রী দাবি করেছেন, তাঁর সঙ্গে শিবসেনার চল্লিশ জন বিধায়কের পাশাপাশি ছ' জন নির্দলেরও সমর্থন রয়েছে৷ পরোক্ষে শিন্ডে বুঝিয়ে দিয়েছেন, মহারাষ্ট্রে সরকার ধরে রাখার চাবিকাঠি আপাতত তাঁরই হাতে রয়েছে৷ যদিও বিদ্রোহী শিবসেনা নেতা দাবি করেছেন, তিনি শিবসেনা ছাড়ছেন না৷
সুরাতের হোটেলে বিদ্রোহী বিধায়কদের নিয়ে একনাথ শিন্ডে (ডানদিকে)৷ সঙ্কটে উদ্ধব সরকার৷
সুরাতের হোটেলে বিদ্রোহী বিধায়কদের নিয়ে একনাথ শিন্ডে (ডানদিকে)৷ সঙ্কটে উদ্ধব সরকার৷
advertisement

অসমের আগে বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে গুজরাতের সুরাতের একটি হোটেলে ঘাঁটি গেড়েছিলেন একনাথ শিন্ডে৷ কিন্তু মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁর ফোনে কথা হওয়ার পরই শিন্ডে এবং বাকি বিধায়কদের অসমে উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়৷ গৌহাটিতে তাঁদের স্বাগত জানান দুই বিজেপি নেতা সুশান্ত বরগোহাঁই এবং পল্লব লোচন দাস৷

আরও পড়ুন: গভীর রাতে ইডি দফতর থেকে ছাড়া পেলেন রাহুল, এবার পালা সনিয়ার

advertisement

সূত্রের খবর, একনাথ শিন্ডেকে ফিরে আসার জন্য অনুরোধ করেন উদ্ধব৷ কিন্তু পাল্টা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে একনাথ দাবি করেন, এনসিপি এবং কংগ্রেসের সঙ্গ ছেড়ে বিজেপি-র সঙ্গে জোট বেঁধে সরকার চালাতে হবে৷ গৌহাটিতে পৌঁছে একনাথ বলেন, 'আমরা বালা সাহেব ঠাকরের আদর্শ থেকে সরে আসছি না, শিবসেনাও ছাড়ছি না৷ আমরা তাঁর আদর্শকেই এগিয়ে নিয়ে যাবো' জানা গিয়েছে, একনাথ বা তাঁর সঙ্গে থাকা বিদ্রোহী বিধায়কদের সঙ্গে যাতে আর কোনও শিবসেনা নেতা সরাসরি যোগাযোগ না করতে পারেন, তা নিশ্চিত করতেই সবাইকে গুজরাত থেকে অসমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন িবজেপি নেতারা৷

advertisement

advertisement

সুরাতে থাকাকালীন বেশ কয়েকজন বিজেপি নেতা একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেন৷ অন্যদিকে সরকার ধরে রাখতে মরিয়া শিবসেনা তাঁদের বাকি বিধায়কদের মুম্বাইয়ের বিভিন্ন হোটেলে নিয়ে রাখার ব্যবস্থা করেছে৷ ইতিমধ্যেই একনাথকে দলের মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দিয়েছে শিবসেনা নেতৃত্ব৷

আরও পড়ুন: বানভাসি অসম! ২৪ ঘণ্টায় বন্যা ধসে নিহত ১১! অমিত শাহের নির্দেশে পরিদর্শনে কেন্দ্রীয় দল

মহারাষ্ট্রের মহা বিকাশ অঘোরি জোট সরকারে শিবসেনার হাতে রয়েছে ৫৫ জন বিধায়ক৷ এনসিপি-র ৫৩ জন এবং কংগ্রেসের ৪৪ জন বিধায়ক রয়েছে৷ আর বিজেপি-র বিধায়ক সংখ্যা ১০৬৷ ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় আপাতত মোট বিধায়ক সংখ্যা ২৮৫৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এরই মধ্যে এনসিপি নেতা কংগ্রেস বিষয়টিকে শিবসেনার অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করলেও জোট সরকারের প্রতি তাঁরা দায়বদ্ধ বলে দাবি করেছেন৷ তবে কোনও ভাবেই যে এনসিপি বিজেপি-র সঙ্গে হাত মেলাবে না, তা স্পষ্ট করে দিয়েছেন পাওয়ার৷ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের দাবি, মহারাষ্ট্রে সরকার ফেলে দিতে এসবই বিজেপি-র চক্রান্ত৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra Crisis: অসমে নিরাপদ 'আশ্রয়ে' বিদ্রোহী শিন্ডে, সঙ্গে চল্লিশ বিধায়ক! আরও সঙ্কটে উদ্ধব সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল