অসমের আগে বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে গুজরাতের সুরাতের একটি হোটেলে ঘাঁটি গেড়েছিলেন একনাথ শিন্ডে৷ কিন্তু মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁর ফোনে কথা হওয়ার পরই শিন্ডে এবং বাকি বিধায়কদের অসমে উড়িয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়৷ গৌহাটিতে তাঁদের স্বাগত জানান দুই বিজেপি নেতা সুশান্ত বরগোহাঁই এবং পল্লব লোচন দাস৷
আরও পড়ুন: গভীর রাতে ইডি দফতর থেকে ছাড়া পেলেন রাহুল, এবার পালা সনিয়ার
advertisement
সূত্রের খবর, একনাথ শিন্ডেকে ফিরে আসার জন্য অনুরোধ করেন উদ্ধব৷ কিন্তু পাল্টা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে একনাথ দাবি করেন, এনসিপি এবং কংগ্রেসের সঙ্গ ছেড়ে বিজেপি-র সঙ্গে জোট বেঁধে সরকার চালাতে হবে৷ গৌহাটিতে পৌঁছে একনাথ বলেন, 'আমরা বালা সাহেব ঠাকরের আদর্শ থেকে সরে আসছি না, শিবসেনাও ছাড়ছি না৷ আমরা তাঁর আদর্শকেই এগিয়ে নিয়ে যাবো' জানা গিয়েছে, একনাথ বা তাঁর সঙ্গে থাকা বিদ্রোহী বিধায়কদের সঙ্গে যাতে আর কোনও শিবসেনা নেতা সরাসরি যোগাযোগ না করতে পারেন, তা নিশ্চিত করতেই সবাইকে গুজরাত থেকে অসমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন িবজেপি নেতারা৷
সুরাতে থাকাকালীন বেশ কয়েকজন বিজেপি নেতা একনাথ শিন্ডের সঙ্গে দেখা করেন৷ অন্যদিকে সরকার ধরে রাখতে মরিয়া শিবসেনা তাঁদের বাকি বিধায়কদের মুম্বাইয়ের বিভিন্ন হোটেলে নিয়ে রাখার ব্যবস্থা করেছে৷ ইতিমধ্যেই একনাথকে দলের মুখ্য সচেতকের পদ থেকে সরিয়ে দিয়েছে শিবসেনা নেতৃত্ব৷
আরও পড়ুন: বানভাসি অসম! ২৪ ঘণ্টায় বন্যা ধসে নিহত ১১! অমিত শাহের নির্দেশে পরিদর্শনে কেন্দ্রীয় দল
মহারাষ্ট্রের মহা বিকাশ অঘোরি জোট সরকারে শিবসেনার হাতে রয়েছে ৫৫ জন বিধায়ক৷ এনসিপি-র ৫৩ জন এবং কংগ্রেসের ৪৪ জন বিধায়ক রয়েছে৷ আর বিজেপি-র বিধায়ক সংখ্যা ১০৬৷ ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় আপাতত মোট বিধায়ক সংখ্যা ২৮৫৷
এরই মধ্যে এনসিপি নেতা কংগ্রেস বিষয়টিকে শিবসেনার অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করলেও জোট সরকারের প্রতি তাঁরা দায়বদ্ধ বলে দাবি করেছেন৷ তবে কোনও ভাবেই যে এনসিপি বিজেপি-র সঙ্গে হাত মেলাবে না, তা স্পষ্ট করে দিয়েছেন পাওয়ার৷ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের দাবি, মহারাষ্ট্রে সরকার ফেলে দিতে এসবই বিজেপি-র চক্রান্ত৷