Rahul Gandhi leaves ED office:গভীর রাতে ইডি দফতর থেকে ছাড়া পেলেন রাহুল, এবার পালা সনিয়ার

Last Updated:

মঙ্গলবার অবশ্য রাহুলের জেরা এতটাই দীর্ঘ সময় ধরে চলে যে এক সময় কংগ্রেস শিবিরেও উৎকণ্ঠা ছড়ায়৷

রাহুলের পর এবার ইডি-র মুখোমুখি হবেন সনিয়া গান্ধি৷
রাহুলের পর এবার ইডি-র মুখোমুখি হবেন সনিয়া গান্ধি৷
#দিল্লি:  দীর্ঘ ১২ ঘণ্টা জেরার মুখোমুখি হয়ে মঙ্গলবার গভীর রােত ইডি অফিস থেকে ছাড়া পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ এই নিয়ে পাঁচ দিনে পঞ্চাশ ঘণ্টারও বেশি সময় ধরে কংগ্রেস সাংসদকে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ যদিও বুধবার তাঁকে আর নতুন করে তলব করা হয়নি৷
ন্যাশনাল হেরাল্ড মামলায় অর্থ তছরূপের অভিযোগে গত সপ্তাহে রাহুল গান্ধিকে তিন দিন জেরা করেছিল ইডি৷ এর পর মা সনিয়া গান্ধি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় জিজ্ঞাসাবাদে কয়েকদিনের বিরতি দেওয়া হয়৷ ফের সোমবার তলব করা হয় কংগ্রেস নেতাকে৷ সোমবারও রাহুল গান্ধিকে ১০ ঘণ্টা জেরা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ মঙ্গলবার ফের ইডি অফিসে হাজিরা দেন রাহুল৷
advertisement
advertisement
মঙ্গলবার অবশ্য রাহুলের জেরা এতটাই দীর্ঘ সময় ধরে চলে যে এক সময় কংগ্রেস শিবিরেও উৎকণ্ঠা ছড়ায়৷ দিল্লিতে কংগ্রেস সদর দফতরে পৌঁছে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা৷ শেষ পর্যন্ত অবশ্য রাত বারোটার পর ছাড়া পান রাহুল৷ আগামিকাল সনিয়া গান্ধিরও ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা৷ রাহুলের পর আপাতত সনিয়া গান্ধিকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছেন ইডি কর্তারা৷ সনিয়াকে জিজ্ঞাসাবাদের পর ফের প্রয়োজনে রাহুলকে জেরা করা হতে পারে বলে খবর৷
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলায় গান্ধিদের ভূমিকা খতিয়ে দেখছে ইডি৷ কংগ্রেেসর মুখপাত্র ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র যে সংস্থা চালাতো, সেই এজেএল-কে অধিগ্রহণ করে ইয়ং ইন্ডিয়ান৷ ইয়ং ইন্ডিয়ান এজেএল-এর প্রায় ৮০০ কোটির সম্পত্তি অধিগ্রহণ করে বলে দাবি আয়কর দফতরের৷ তাদের অভিযোগ, এর জন্য ইয়ং ইন্ডিয়ানের শেয়ার হোল্ডার রাহুল এবং সনিয়া গান্ধিকে কর দিতে হবে৷
advertisement
কংগ্রেস পাল্টা দাবি করেছে, ইয়ং ইন্ডিয়ান একটি অলাভজনক প্রতিষ্ঠান৷ ফলে এই সংস্থার সম্পদ থেকে শেয়ার হোল্ডারদের কোনও আর্থিক লাভ হয় না৷ ইডি-র অভিযোগ, ইয়ং ইন্ডিয়ান সংস্থা কোনও সমাজ সেবামূলক কাজ করেনি৷ শুধুমাত্র এজেএল-এর ঋণ পরিশোধ করেছে৷ কংগ্রেস আবার যুক্তি দিয়েছে, সংবাদপত্র চালানোটাই সমাজসেবার মধ্যে পড়ে৷ আয়কর দফতরে নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলাও চলছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi leaves ED office:গভীর রাতে ইডি দফতর থেকে ছাড়া পেলেন রাহুল, এবার পালা সনিয়ার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement