TRENDING:

Arpita Mukherjee Arrest: দাম দেড় কোটিরও বেশি, গ্রেফতার হতেই অর্পিতার ফ্ল্যাট থেকে উধাও চারটি গাড়ি! খুঁজছে ইডি

Last Updated:

এর মধ্যে অডি এ ফোর এবং হন্ডা সিটি গাড়ি দু'টি রয়েছে অর্পিতার নামেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অনুপ চক্রবর্তী, কলকাতা: যত জেরা এগোচ্ছে, ততই অর্পিতা মুখোপাধ্যায়ের নতুন নতুন সম্পত্তির হদিশ পাচ্ছে ইডি৷ উঠে আসছে চমকে দেওয়ার মতো তথ্য! এবার ইডি সূত্রে জানা গেল, অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরই টালিগঞ্জের ডায়মন্ড সিটির আবাসন থেকে উধাও হয়ে গিয়েছে চারটি বহুমূল্য গাড়ি৷ এর মধ্যে দু'টি গাড়ি রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে৷ গাড়িগুলি কোথায় গেল, তারও সন্ধানে নেমেছে ইডি৷
চারটি গাড়ির মধ্যে দু'টি রয়েছে অর্পিতার নামেই৷
চারটি গাড়ির মধ্যে দু'টি রয়েছে অর্পিতার নামেই৷
advertisement

ইডি সূত্রে খবর, এই চারটি গাড়ির মধ্যে রয়েছে অডি এ ফোর, হন্ডা সিটি, হন্ডা সিআরভি এবং একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি৷ সবমিলিয়ে যে চারটি গাড়ির দাম দেড় কোটি টাকারও বেশি৷

আরও পড়ুন: জেলা থেকে আসত টাকা! কেন? উৎস কোথায়? জেরায় চাঞ্চল্যকর তথ্য জানালেন অর্পিতা!

টালিগঞ্জের ডায়মন্ড সিটির এই আবাসনেই থাকতেন অর্পিতা৷ গত শুক্রবার এই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রথমে প্রায় বাইশ কোটি টাকা উদ্ধার করেন ইডি কর্তারা৷ এর পরেই একে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়৷

advertisement

আরও পড়ুন: অর্পিতার বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা! কী হবে এই টাকার? কারা পাবে এই টাকার ভাগ? জানুন

নিখোঁজ ওই চারটি গাড়ির নম্বরও এসেছে ইডি-র হাতে৷ গাড়ি বিক্রির সঙ্গে যুক্ত অনলাইন সাইটের তথ্য অনুযায়ী, অডি এ ফোর গাড়িটির দাম কমবেশি ৫০ লক্ষ টাকা৷ হন্ডা সিআরআভি গাড়িটির দাম তিরিশ লক্ষ টাকার উপরে৷ এর মধ্যে সবথেকে দামি মার্সিডিজ বেঞ্জ৷ মডেল অনুযায়ী যার দাম ৬০ থেকে ৭০ লক্ষের মধ্যে৷ আর হন্ডা সিটির দাম ১৪ লক্ষ টাকার আশেপাশে৷

advertisement

এর মধ্যে অডি এ ফোর এবং হন্ডা সিটি গাড়ি দু'টি রয়েছে অর্পিতার নামেই৷ মার্সিডিজ বেঞ্জটির মালিকানা রয়েছে শ্রীরাম হাইটস নামে রিয়েল এস্টেট সংস্থার নামে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা নেই হোটেলের রুম! কেন সবাই ভিড় জমাচ্ছেন বক্সা এবং জলদাপাড়ার জঙ্গলে?
আরও দেখুন

ইডি কর্তারা জানতে পেরেছেন, এই চারটি গাড়ির মধ্যে দু'টি গাড়ি রয়েছে অর্পিতার নিজেরই নামে৷ ফলে গাড়ি উধাওয়ের পিছনেও রহস্য রয়েছে বলে নিশ্চিত ইডি৷ গাড়িগুলি অর্পিতাই কিনেছিলেন, নাকি কেউ তাঁকে কিনে দিয়েছিল, সে সমস্ত তথ্যও খতিয়ে দেখা হচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Arpita Mukherjee Arrest: দাম দেড় কোটিরও বেশি, গ্রেফতার হতেই অর্পিতার ফ্ল্যাট থেকে উধাও চারটি গাড়ি! খুঁজছে ইডি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল