TRENDING:

Accident: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর একাধিক গাড়িকে সজোরে ধাক্কা ট্রাকের! জয়পুরে মারাত্মক দুর্ঘটনা, মৃত কমপক্ষে ১১

Last Updated:

Accident: রাজস্থানের জয়পুরে ভয়ঙ্কর দুর্ঘটনা৷ নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িকে ধাক্কা মারে একটি ডাম্পার ট্রাক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুরে: রাজস্থানের জয়পুরে ভয়ঙ্কর দুর্ঘটনা৷ নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িকে ধাক্কা মারে একটি ডাম্পার ট্রাক৷ সূত্রের খবর ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের৷ আহতও হয়েছেন আরও প্রায় ১১ জন৷ সোমবার দুপুরে হারমাডা এলাকায় ঘটেছে ঘটনা৷ ডাম্পারটি লোহা মান্ডি থেকে প্রধান জয়পুর-সিকার রোডের দিকে আসছিল বলেই জানা গিয়েছে৷
News18
News18
advertisement

জানা গিয়েছে, একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পর ট্রাকটি তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং উল্টে যায়৷ ছোট গাড়িটিকে সম্পূর্ণভাবে পিষে ফেলে ট্রাকটি৷ এরপর নিয়ন্ত্রণ হারিয়ে আরও বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে ট্রাক৷ যার মধ্যে একটি মোটরবাইক এবং দুটি অন্যান্য গাড়ি ছিল৷

আরও পড়ুন: ‘পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে পাকিস্তান’! আসরে নামবে আমেরিকাও? বড় ইঙ্গিত ট্রাম্পের! ‘বিশ্বকে ১৫০ বার ধ্বংস করে দিতে পারে’

advertisement

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ৬ টিরও বেশি গাড়িতে ধাক্কা মেরেছে খুনে ট্রাক৷ বেশ কয়েকজন তাদের গাড়ির ভিতরে আটকা পড়ার আশঙ্কা করা হয়। পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রম চালাচ্ছে। দুর্ঘটনার পর ওই রুটে ট্রাফিক সরিয়ে দেওয়া হয়েছে৷ প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ডাম্পারের ব্রেক ফেল করেছিল, যার ফলে বিশাল সংঘর্ষ ঘটে।

advertisement

আরও পড়ুন: প্রস্রাবে তৈরি হচ্ছে ফেনা! শরীরের অন্দরে বাসা বাঁধছে কোন মারাত্মক রোগ? লক্ষণ দেখলেই সতর্ক হয়ে যান

সেরা ভিডিও

আরও দেখুন
'শস্য ভাণ্ডারে' ঘূর্ণিঝড়ের ধাক্কা! অনিশ্চতায় সুগন্ধি ধান, বিপুল লোকসানের আশঙ্কা
আরও দেখুন

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনার বিষয়ে জানার পর কর্মকর্তাদের একটি গ্রীন করিডোর করার নির্দেশ দিয়েছেন, যাতে অ্যাম্বুলেন্সগুলি দ্রুত নিকটবর্তী হাসপাতালে যেতে পারে তার জন্য৷ অনলাইনে প্রচারিত দুর্ঘটনাস্থলের ভিডিওতে আহত লোকদের রাস্তায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে, যখন বেশ কয়েকটি পিষে যাওয়া গাড়িও দেখা যাচ্ছে – যা দুর্ঘটনার ভয়াবহ তীব্রতাকে তুলে ধরছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Accident: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর একাধিক গাড়িকে সজোরে ধাক্কা ট্রাকের! জয়পুরে মারাত্মক দুর্ঘটনা, মৃত কমপক্ষে ১১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল