সংসদের সেন্ট্রাল হলে তাঁকে শপথবাক্য পাঠ করালেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা (NV Ramana)। প্রথম আদিবাসী মহিলা হিসাবে দেশের সর্বোচ্চ নাগরিকের আসনে বসলেন দ্রৌপদী। শপথ নেওয়ার আগে এদিন সকালে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নতুন রাষ্ট্রপতি। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করেন দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।
advertisement
আরও পড়ুন : একটু পরে দক্ষিণবঙ্গের এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে
শপথপর্বে দ্রৌপদীর (Draupadi Murmu) পরনে কী ধরনের শাড়ি থাকবে, তা নিয়ে চর্চা ছিলই। তবে জল্পনা শোনা গিয়েছিল যে, রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার সময় বছর চৌষট্টির দ্রৌপদী সনাতনী সাঁওতালি শাড়িই বেছে নিতে পারেন। প্রসঙ্গত, এমনই একটি শাড়ি নিয়ে শনিবারই দিল্লি পাড়ি দিয়েছিলেন দ্রৌপদীর ভ্রাতৃজায়া সুকরি টুডু। তবে শেষ পর্যন্ত তেমনটা হয়নি (Draupadi Murmu|| President Oath Ceremony)।
আদিবাসী উপজাতী সমাজের অন্তর্ভুক্ত হয়ে রাষ্ট্রপতি হওয়ার সুযোগ পেয়েছেন দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে তিনি বলেন, "আমি আদিবাসী সমাজের অন্তর্গত, এবং আমি ওয়ার্ড কাউন্সিলর থেকে আজ ভারতের রাষ্ট্রপতি হওয়ার সুযোগ পেয়েছি। এটাই ভারতের মাহাত্ম্য। ভারত মাতার জয়।