TRENDING:

কে প্রার্থী, ভুলে যান, শুধু ভাবুন আমি এসেছি পদ্ম প্রতীক নিয়ে, হিমাচলে বললেন মোদি

Last Updated:

এ দিনের সভা থেকে মোদি তীব্র আক্রমণ করেন কংগ্রেসকে৷ তিনি বলেন, কংগ্রেসের স্বভাবই হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হিমাচলে বিধানসভা ভোটের প্রচারে এসে কিছুটা নিজেকেই বিজেপির একমাত্র চালিকা শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি প্রচার সভা থেকে এদিন সব কিছু ভুলে শুধু পদ্মের প্রতীক আর তাঁকে মনে রাখতে বললেন৷ বললেন, প্রার্থীর নাম ভুললেও তাঁকে ও পদ্মের প্রতীককে যেন না ভোলেন সাধারণ ভোটাররা৷
advertisement

হিমাচল প্রদেশের সোলানে একটি সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখান থেকে তিনি বলেন, ‘‘আপনাদের বিজেপি প্রার্থীর নাম মনে রাখতে হবে না৷ শুধু ভোট দেওয়ার সময় মনে রাখুন বিজেপি-র প্রতীক পদ্মকে৷ আমি আপনাদের কাছে এসেছি পদ্ম চিহ্নটিকে নিয়ে৷ আপনারা যখনই ভোট দেওয়ার সময় পদ্ম চিহ্নটিকে দেখবেন, তখন মনে করবেন, বিজেপি ও মোদিজি আপনাদের কাছে এসেছেন৷’’

advertisement

আরও পড়ুন: সত্যিই কি লটারি জিতে কোটি টাকা পেয়েছিলেন অনুব্রত? রহস্য ফাঁস করতে আসানসোল জেলে সিবিআই

আরও পড়ুন: চোখ কেন ঢাকা? ভিড়ের মধ্যেও ছোট্ট মেয়েকে দেখেই এগিয়ে গেলেন অভিষেক, মিলল চিকিৎসার আশ্বাস

এ দিনের সভা থেকে মোদি তীব্র আক্রমণ করেন কংগ্রেসকে৷ তিনি বলেন, ‘‘কংগ্রেসের স্বভাবই হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া৷ কংগ্রেস কোনওদিন হিমাচলের উন্নয়নকে প্রাধান্য দেয়নি৷ কিন্তু উল্টোদিকে সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছে বিজেপি৷ আগামী নভেম্বরের ১২ তারিখে প্রতিটি ভোট ভবিষ্যতে ওই রাজ্যের উন্নয়নের যাত্রাপথ প্রস্তুত করবে, ঠিক করবে আগামী ২৫ বছরের উন্নয়নের রূপরেখা৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মোদি এদিনের সভা থেকে মনে করিয়ে দেন, হিমাচলের সাধারণ মানুষ জানেন, বিজেপি মানে স্থায়ী এক প্রশাসন৷ বিজেপি সর্বদা উন্নয়নের বিষয়টিকে সবার উপরে রাখে, এক্ষেত্রেও রাখবে৷

বাংলা খবর/ খবর/দেশ/
কে প্রার্থী, ভুলে যান, শুধু ভাবুন আমি এসেছি পদ্ম প্রতীক নিয়ে, হিমাচলে বললেন মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল