হিমাচল প্রদেশের সোলানে একটি সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখান থেকে তিনি বলেন, ‘‘আপনাদের বিজেপি প্রার্থীর নাম মনে রাখতে হবে না৷ শুধু ভোট দেওয়ার সময় মনে রাখুন বিজেপি-র প্রতীক পদ্মকে৷ আমি আপনাদের কাছে এসেছি পদ্ম চিহ্নটিকে নিয়ে৷ আপনারা যখনই ভোট দেওয়ার সময় পদ্ম চিহ্নটিকে দেখবেন, তখন মনে করবেন, বিজেপি ও মোদিজি আপনাদের কাছে এসেছেন৷’’
advertisement
আরও পড়ুন: সত্যিই কি লটারি জিতে কোটি টাকা পেয়েছিলেন অনুব্রত? রহস্য ফাঁস করতে আসানসোল জেলে সিবিআই
আরও পড়ুন: চোখ কেন ঢাকা? ভিড়ের মধ্যেও ছোট্ট মেয়েকে দেখেই এগিয়ে গেলেন অভিষেক, মিলল চিকিৎসার আশ্বাস
এ দিনের সভা থেকে মোদি তীব্র আক্রমণ করেন কংগ্রেসকে৷ তিনি বলেন, ‘‘কংগ্রেসের স্বভাবই হচ্ছে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া৷ কংগ্রেস কোনওদিন হিমাচলের উন্নয়নকে প্রাধান্য দেয়নি৷ কিন্তু উল্টোদিকে সাধারণ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছে বিজেপি৷ আগামী নভেম্বরের ১২ তারিখে প্রতিটি ভোট ভবিষ্যতে ওই রাজ্যের উন্নয়নের যাত্রাপথ প্রস্তুত করবে, ঠিক করবে আগামী ২৫ বছরের উন্নয়নের রূপরেখা৷’’
মোদি এদিনের সভা থেকে মনে করিয়ে দেন, হিমাচলের সাধারণ মানুষ জানেন, বিজেপি মানে স্থায়ী এক প্রশাসন৷ বিজেপি সর্বদা উন্নয়নের বিষয়টিকে সবার উপরে রাখে, এক্ষেত্রেও রাখবে৷