TRENDING:

Dog Chase: কুকুর তাড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! হোটেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু ২৩ বছরের যুবকের

Last Updated:

Dog Chase: মৃত যুবকের নাম উদয় কুমার। বন্ধুর জন্মদিনের পার্টিতে যোগ দিতে হায়দরাবাদের এই হোটেলে গিয়েছিলেন তিনি। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ:  হোটেলের তিনতলার করিডর থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ২৩ বছরের যুবকের। খেলার ছলে কুকুরের পিছনে ছুটছিলেন (Dog Chase)। খোলা জানলার সামনে গিয়ে আর টাল সামলাতে পারেননি। নীচে পড়ে যান। হায়দরাবাদের ভিভি প্রাইড হোটেলের ঘটনা।
কুকুর তাড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! হোটেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু ২৩ বছরের যুবকের
কুকুর তাড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! হোটেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু ২৩ বছরের যুবকের
advertisement

আরও পড়ুন- ‘দানা’ কী ভাবে শক্তি বাড়াচ্ছে? কবে থেকে আবহাওয়ার বদল? দেখে নিন সপ্তাহব্যাপী সাইক্লোন রিপোর্ট

জানা গিয়েছে মৃত যুবকের নাম উদয় কুমার। বন্ধুর জন্মদিনের পার্টিতে যোগ দিতে হায়দরাবাদের এই হোটেলে গিয়েছিলেন তিনি। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, একটি ঘর থেকে বেরচ্ছেন উদয়। বেড়িয়েই করিডরে দেখেন একটি কুকুর দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পিছু ধাওয়া করেন। করিডর দিয়ে তীর বেগে ছুটতে শুরু করে কুকুরটি। পিছন পিছন ছোটেন উদয়ও।

advertisement

করিডরের একেবারে শেষ প্রান্তে বড় জানলা। তার কিছুটা খোলা। পাশে সরু বাঁক। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, শেষ প্রান্তে এসে আচমকাই বেঁকে যায় কুকুরটি। উদয় টাল সামলাতে পারেননি। নিমেষের মধ্যে তিনি জানলা দিয়ে গলে নীচে পড়ে যান। তিনতলা থেকে পড়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় উদয়ের।

advertisement

আরও পড়ুন- সাংঘাতিক! গলায় ফাঁস দিয়ে ঝুলছিলেন যুবক…! দেখেই কী করলেন সিভিক ভলেন্টিয়ার?

ভিডিওতে দেখা যাচ্ছে, উদয়কে জানলা দিয়ে পড়তে দেখে তাঁর এক বন্ধু ছুটে আসেন। তিনিও জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখেন, ব্যাপারটা কী হল। তারপরেই ছুটে যান নীচে। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।

advertisement

জানা গিয়েছে, বন্ধুর জন্মদিন উদযাপন করতে প্রথমে অশোক নগর এবং জ্যোতি নগরে গিয়েছিলেন উদয় এবং তাঁর বন্ধুরা। সেখান থেকে তাঁরা যান ভিভি প্রাইড হোটেলে। কিন্তু হোটেলে যে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি উদয়ের বন্ধুবান্ধবরা। ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গিয়েছেন তাঁরা।

আরও পড়ুন- এটিই পৃথিবীর শেষ রাস্তা, এরপর দুনিয়া শেষ! ভুলেও একা যাবেন না, কারণ জানলে শিউরে উঠবেন!

advertisement

ঘটনার পরই পুলিশের খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। চন্দননগর পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি পর্যালোচনা করছেন তদন্তকারী অফিসাররা। উদয়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গান্ধি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর পর দূষণ ঠেকাতে পৌরসভা তৎপর, দেওয়া হয়েছে বড়সড় সরকারি নির্দেশ
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, উদয় পলিটেকনিক ছাত্র। রবিবার পরিবারের সঙ্গে শহরে গিয়েছিলেন। ছিলেন অশোক নগরের রামচন্দ্রপুরমে। বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য ভিভি প্রাইড হোটেলের এক রুম বুক করেন তিনি। এরপর সোমবার তিনতলার করিডরে একটি কুকুরকে তাড়া করতে জানলা দিয়ে পড়ে মৃত্যু হয় তাঁর। নজরদারি এড়িয়ে হোটেলের তিন তলায় কীভাবে কুকুর উঠল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

বাংলা খবর/ খবর/দেশ/
Dog Chase: কুকুর তাড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! হোটেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু ২৩ বছরের যুবকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল