মহারাষ্ট্রে আত্মঘাতী সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসক৷ নিজের হাতের তালুতেই সুইসাইড নোট লিখে গিয়েছেন ওই তরুণী চিকিৎসক৷ গত পাঁচ মাসে চার বার তাঁকে ধর্ষণ করেছেন পুলিশের একজন সাব ইন্সপেক্টর৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে মহারাষ্ট্রের একটি সরকারি হাসপাতালের ভিতরেই আত্মঘাতী হন ওই চিকিৎসক৷ শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ফলটন উপজেলা হাসপাতালে৷ ঘটনা সামনে আসার পরই অভিযুক্ত এসআই-কে সাসপেন্ড করা হয়েছে৷ প্রশান্ত বাঁকার নামে আরও এক পুলিশ অফিসারের বিরুদ্ধেও হয়রানির অভিযোগ এনেছেন নির্যাতিতা চিকিৎসক৷