তাঁর কথায়, ভারতীয় অর্থনীতির উন্নতি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে৷ তিনি খাদ্য সামগ্রীর দাম বাড়তে দেননি৷ তাঁর জন্যই ভারত আজ অর্থনীতিতে ১১তম থেকে বিশ্বের ৫তম বৃহত্তম অর্থনীতিতে এসেছে।
আরও পড়ুন - কীভাবে এত ‘ফিট’ থাকেন এস. জয়শঙ্কর? সুস্থ থাকার রহস্য ফাঁস করলেন বিদেশমন্ত্রী
এ দিনের মঞ্চ থেকে অমিত শাহ স্পষ্ট করে বলেন, নির্বাচনে বিজেপি একক ভাবেই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবে৷ নির্বাচনের আগে বা পরে, কারওর সঙ্গে কোনওরকম জোটে যেতে হবে না, সরকার একাই তৈরি করবে বিজেপি৷
advertisement
নিউজ18-এর রাইজিং ইন্ডিয়ার সামিটে এসে রাহুল গান্ধি ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ নেটওয়ার্ক18-এর এমডি ও গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে তিনি বললেন, আইন আইনের রাস্তায় চলেছে৷ এখানে আর কিছু বলার নেই৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসের আমলের প্রসঙ্গ তোলেন৷ পাশাপাশি বলেন, রাহুল গান্ধি উদ্ধত, সেই কারণেই তিনি আদালতে কোনও আবেদন করেননি৷
অমিত শাহ স্পষ্ট করে বলেন, যে আইনে রাহুল গান্ধির শাস্তি হয়েছে, সেটির সংশোধনের জন্য মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় একটি সংশোধনী এনেছিল৷ সেটি ছিড়ে ফেলে দিয়েছিলেন রাহুল গান্ধি৷ সেই সংশোধনী যদি আসত তাহলে হয়ত রাহুল গান্ধিকে আজ এই সাজা পেতে হত না৷ তিনি সাজা পেয়েছেন৷ এখন আর কিছু বলার নেই৷ এখন একটি পরিবারের জন্য তো একটি দেশের আইন বদল করা উচিত নয়৷
