প্রস্রাব কাণ্ডের পর শোরগোল শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে। এবার ককপিটের মধ্যে বান্ধবীর সঙ্গে গল্প জুড়ে দেন বিমানচালক। শেষে ওই ঘটনায় তিনমাসের জন্য সাসপেন্ড করা হল অভিযুক্ত পাইলটকে। একইসঙ্গে বিমান সংস্থাটিকেও মোটা অঙ্কের জরিমানা করা হল।
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে জানানো হয়েছে, দায়িত্বে থাকা পাইলট আকাশ পথেই এয়ার ইন্ডিয়ায় তাঁর প্রাক্তন সহকর্মীকে ককপিটে ডেকে নিয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল ২৭ ফেব্রুয়ারি। দুবাই থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইট। বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণ পরে এয়ার ইন্ডিয়ার প্রাক্তন কর্মী, নিজের বান্ধবীকে ককপিটে ডেকে পাঠান পাইলট।
advertisement
এয়ার ইন্ডিয়ার ওই কর্মী যাত্রী হিসেবে সফর করছিলেন। কিন্তু ডিজিসিএ-র নির্দেশিকা অনুযায়ী কোনও যাত্রীকে আকাশপথে ককপিটে ডাকতে পারেন না পাইলট। কিন্তু তারপরেও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ব্যবস্থা নেয়নি এয়ার ইন্ডিযা কর্তৃপক্ষ। অবশেষে পাইলটকে সাসপেন্ড করার পাশাপাশি ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ডিজিলিএ-র তরফে।
আরও পড়ুন: চোখে কালো কাপড় বেঁধে নানা স্টাইলে চুল কেটে দিচ্ছেন ব্যক্তি! হু-হু করে ভাইরাল! দেখুন
ডিজিসিএ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২১ এপ্রিল এই ঘটনায় তদন্তের নির্দেশ দেয়। তারপর শোকজের নোটিস জারি করা হয়। এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন ও নিরাপত্তা বিভাগের প্রধান হেনরি ডনহোকেও শোকজের নোটিস পাঠানো হয়।
গত বছরের নভেম্বরে নিউইয়র্ক গামী এয়ার ইন্ডিয়ার বিমানে এক প্রবীণ মহিলার গায়ে তাঁরই সহযাত্রী প্রস্রাব করে দেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায়ও এয়ার ইন্ডিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা করেছিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন। আর ওই উড়ানের পাইলট-ইন-কমান্ডকে সাসপেন্ড করা হয়েছিল। কিছুদিন আগেই এয়ার ইন্ডিয়ার একটি উড়ানে এক মহিলা যাত্রীকে কাঁকড়াবিছে কামড়েছিল। সেই ঘটনমায় দুঃখপ্রকাশ করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।