নতুন বাঘিনি-মা সীতার বয়স ৭ বছর ৷ শাবকগুলির বাবা বিজয়ের বয়স ৪ বছর ৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে এক মাসের জন্য বাঘিনি ও তিন শাবককে নিভৃতবাসে রাখা হবে ৷ পশুশালায় অতিথি আগমনের খবর জানিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেন চিড়িয়াখানার অধিকর্তা ধরমদেও রাই ৷ তিনি বলেন, ‘‘দিল্লি চিড়িয়াখানায় তিন শাবকের জন্মের কথা জানাতে পেরে খুবই ভাল লাগছে ৷ আপানারা জানেন নিশ্চয়ই যে চিড়িয়াখানাগুলি ব্যাঘ্র সংরক্ষণের জন্য সক্রিয়ভাবে কাজ করছে, সেগুলির মধ্যে অন্যতম দিল্লি চিড়িয়াখানা ৷
advertisement
সীতা এবং তার নবজাতকরা সুস্থ আছে বলে জানিয়েছেন তিনি ৷ এর আগে দিল্লি চিড়িয়াখানার সাদা বাঘের শাবকের জন্ম হয়েছিল ৭ বছর আগে ৷
আরও পড়ুন : কারাগারের ভিতরে থালায় রোজ ‘পাঁচ তারা রেটিং’-এর সুস্বাদু খাবার, আপ্লুত বন্দিরা
চিড়িয়াখানা কর্তৃপক্ষের আশা, দর্শনার্থীরা এ বার বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণের ভূমিকা নিয়ে আরও সচেতন হবেন ৷ বন্যপ্রাণ সংরক্ষণে চিড়িয়াখানাগুলির ভূমিকা নিয়েও তাঁরা অবহিত হবেন বলে আশা কর্তৃপক্ষের ৷ বাঘের প্রজনন ও জন্ম সংরক্ষণ ক্ষেত্রে এই তিন শাবকের জন্ম গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷