আরও পড়ুনঃ ব্লাডসুগারে সাক্ষাৎ যম হাঁটা! ঠিক ‘এইভাবে’ হাঁটলেই, ডায়াবেটিস পালাবার পথ পাবে না
দিল্লিতে ছাত্র রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন ৫০ বছরের রেখা গুপ্তা। এই প্রথম বিজেপি শাসিত রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন রেখা। রেখা গুপ্তার নাম বিজেপি দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিতেই একে একে দলীয় বিধায়ক ও দলীয় নেতারা তাঁকে অভিনন্দন জানান।
advertisement
আরও পড়ুনঃ যতই খেতে ইচ্ছে হোক, ভুলেও এঁরা মুখে তুলবেন না ডাবের জল! বিপদের আর শেষ থাকবে না কিন্তু
তাঁর বাড়ির সামনে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। বাজি ফাটিয়ে তাঁরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। দলের দিল্লি অফিসের বাইরেও মিষ্টি বিতরণ করা হয়। দিল্লি বিধানসভা নির্বাচনে শালিমার বাগ আসন থেকে প্রায় ৩০,০০০ ভোটের ব্যবধানে জয়ী হন। “কাম হি পেহচান” (আমার কাজই আমার পরিচয়), এই স্লোগানটি বিজেপি নেত্রী তাঁর প্রচারের জন্য তাঁর ওয়েবসাইটে ব্যবহার করেন।