TRENDING:

'লাভ জিহাদ যোগ হতে পারে!' শ্রদ্ধা হত্যাকাণ্ডে বিস্ফোরক ইঙ্গিত মৃতার বাবার

Last Updated:

Delhi Murder: দিল্লির এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দিল্লিতে শ্রদ্ধা হত্যাকাণ্ডের নেপথ্যে থাকতে পারে লাভ জিহাদ যোগ৷ এমনটাই দাবি করলেন মৃত যুবতী শ্রদ্ধার বাবা বিকাশ৷ তিনি জানালেন, "আফতাবের সঙ্গে আমার কোনও যোগাযোগ ছিল না৷ আমার সন্দেহ হচ্ছে এই ঘটনায় লাভ জিহাদ যোগ থাকতে পারে৷ আমি আফতাবের ফাঁসির দাবি করছি৷ দিল্লি পুলিশের উপর ভরসা আছে৷ তদন্ত সঠিক পথেই এগোচ্ছে৷ শ্রদ্ধা চলে যাওয়ার পরে আমার সঙ্গে আর কথা বলতেন না৷ তবে ওঁর কাকার সঙ্গে মাঝে মধ্যে কথা বলতেন৷"
advertisement

ইতিমধ্যে দিল্লির এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছে৷ বিষয়টিতে এবার লাভ জিহাদ তত্ত্ব এনে সুর চড়িয়েছেন বিজেপিও৷ বিজেপি বিধায়ক রাম কাদামও এই হত্যাকাণ্ডের পিছনে লাভ জিহাদের অভিযোগ এনেছেন৷ পুলিশি জেরাতেও একের পর এক চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছে অফতাব৷

আরও পড়ুন, 'হ্যাঁ, আমিই খুন করেছি!' শ্রদ্ধাকে খুন করে অন্য গার্লফ্রেন্ডকে বাড়িতে আনে আফতাব

advertisement

২০১৯ সালে একটি ডেটিং অ্যাপের মারফত শ্রদ্ধার সঙ্গে আলাপ হয় অফতাবের৷ অভিযোগ শুধু মাত্র শ্রদ্ধা নয়, আরও অনেক যুবতীর সঙ্গে যোগাযোগ রাখত আফতাব৷ এমনকী শ্রদ্ধাকে খুন করে টুকরো টুকরো করার পরেও নতুন এক গার্লফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এসেছিল সে৷ জানা গিয়েছে, শ্রদ্ধাকে নিয়ে দিল্লির একটি ফ্ল্যাটে থাকত আফতাব৷ খুনের পরে গুগল করে সে৷ কীভাবে দেহ লোপাট করতে হয় সেই সব সম্পর্কে জানতেই গুগল করে সে৷ তারপরে দেহটি ৩৫টি টুকরো করে৷ সেই টুকরো গুলি ১৮ দিন ধরে বিভিন্ন জায়গায় ফেলে দিত অফতাব৷ এমনকী বাড়ি থেকে রক্তের দাগ সরাতে বিশেষ রাসায়ানিক ব্যবহার করে অফতাব৷

advertisement

আরও পড়ুন, যে ফ্রিজে বান্ধবীর দেহ, তাতেই খাবার রাখত আফতাব! কীভাবে এতটা নিরুত্তাপ, অবাক পুলিশও

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

শ্রদ্ধার সঙ্গে প্রায় ২ মাস ফোনে যোগাযোগ করতে পারেননি বেশ কয়েকজন বন্ধু৷ এর পরেই শ্রদ্ধার বাবার সঙ্গে যোগাযোগ করেন তাঁরা৷ তখনই শ্রদ্ধার বাবা পুলিশের কাছে মিসিং ডায়েরি দায়ের করেন৷ সেই ঘটনার তদন্তে নেমেই আফতাবকে জেরা করে পুলিশ৷ সূত্রের খবর, টানা জেরার ভেঙে পড়ে অবশেষে শ্রদ্ধাকে নৃশংস ভাবে হত্যার খবর স্বীকার করে নেয় আফতাব৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'লাভ জিহাদ যোগ হতে পারে!' শ্রদ্ধা হত্যাকাণ্ডে বিস্ফোরক ইঙ্গিত মৃতার বাবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল