TRENDING:

Delhi Metro Viral Video: ব্রালেট-মিনি স্কার্ট! খোলা শরীর! দিল্লি মেট্রোতে উঠলেন যুবতী! ভাইরাল ভিডিওতে তুমুল শোরগোল

Last Updated:

Delhi Metro Viral Video: সিনেমার দৃশ্য বাস্তবে হলে কে মেনে নেবে? দিল্লি মেট্রোতে খোলা মেলা পোশাকে ট্রাভেল করতে গিয়ে তুমুল ভাইরাল যুবতী! লুকিয়ে করা হল ভিডিও!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি:  সম্প্রতি দিল্লির মেট্রোর একটি ঘটনা নিয়ে নেট মাধ্যমে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। বিষয়টা সেই আবার মহিলাদের পোশাক কেন্দ্রিক। সম্প্রতি দিল্লি মেট্রোতে এক যুবতী সাহসী পোশাক পরে ট্রাভেল করে। আর তাতেই শুরু হয় শোরগোল। অনেকে বলছেন মেয়েটির পোশাক নিয়ে কেন তাকে জাজ করা হচ্ছে? আবার কেউ কেউ বলছেন এই ধরণের পোশাক পরে কখনও পাবলিক প্লেসে যাওয়া উচিত নয়। আবার কেউ বলছেন এটা শুধু মাত্র ফ্যাশন।
advertisement

কিন্তু বিষয়টা হল হয়েছে টা কী! দিল্লি মেট্রোতে সম্প্রতি এক যুবতী ব্রালেট টপ ও মিনি স্কার্ট পরে ওঠে। ওই পোশাকে যুবতীর গোটা শরীরই প্রায় দৃশ্যমান। সাধারণতব এই পোশাকে মেয়েদেরকে সমুদ্রের ধারেই দেখা যায়। ভিড় মেট্রোতে এমন পোশাক পরে এর আগে তেমন ভাবে কখনও কাউকে দেখা যায়নি। যদিও আমাদের বলিউডের সিনেমাতে কিন্তু খুব সহজেই এই সব পোশাকে আমরা দীপিকা থেকে প্রিয়াঙ্কাকে দেখি ট্রাভেল করতে। সে সময় যদিও আমাদের অসুবিধে খুব একটা হয় না। কিন্তু বাস্তব জীবনে এমন হলে বিষয়টা সত্যিই ভাবার বলেই মনে করছেন অনেকে।

advertisement

advertisement

ওই যুবতীর সামনের সিটে যে যাত্রী ছিল সেই লুকিয়ে ভিডিও করে। ভিডিওতে দেখা যায় মেয়েটি একটি ব্যাগ কোলে নিয়ে বসে আছে। কিন্তু সে যখন নামবে বলে দরজার কাছে যাচ্ছে তখনই এই ভিডিওটি করা হয়। ওই যুবতীকে না জানিয়েই। এর পর সোশ্যাল মাধ্যমে এই ভিডিও শেয়ার হতেই শোরগোল শুরু হয়ে যায়। অথচ এর থেকেও খোলামেলা পোশাকে আমরা উরফি জাভেদকে পাবলিক প্লেসে ফোটোশ্যুট করতে দেখি। তবে বলি সেলেব আর সাধারণ মানুষকে এক স্থানে আনতে কিছুতেই রাজি নন নেটিজেনরা।

আরও পড়ুন: আর কাঁচা বাদাম নয়! এবার অভিনয়! বাংলা সিরিয়ালে বড় চরিত্রে ভুবন বাদ্যকর!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ভিডিও দেখে অনেকেই তুমুল নিন্দা করেছেন। আবার অনেকে বলছেন পোশাক কে কী পরবে, সেটা পুরোটাই তার বিষয়। এটা নিয়ে চর্চা করা মানেই নিম্ন মানসিকতার পরিচয়। অনেক বলছেন এমন পোশাক পরলে বাচ্চাদের সঙ্গে মেট্রোতে ওঠাই মুশকিল। তবে শুধু এই যুবতী নয়। একেবারে এক রকম পোশাক পরে আরও এক যুবতীকে মেট্রোতে ট্রাভেল করতে দেখা গিয়েছে। সেই ছবিও ভাইরাল হয়েছে। বিষয়টা হল নেটিজেনরা কিছুতেই সমালোচনা থামাচ্ছেন না। তবে বিষয়টিকে নিয়ে সমালোচনা এবং ওই যুবতীর পক্ষেও বহু মানুষ কথা বলছেন।

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Metro Viral Video: ব্রালেট-মিনি স্কার্ট! খোলা শরীর! দিল্লি মেট্রোতে উঠলেন যুবতী! ভাইরাল ভিডিওতে তুমুল শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল