কিন্তু বিষয়টা হল হয়েছে টা কী! দিল্লি মেট্রোতে সম্প্রতি এক যুবতী ব্রালেট টপ ও মিনি স্কার্ট পরে ওঠে। ওই পোশাকে যুবতীর গোটা শরীরই প্রায় দৃশ্যমান। সাধারণতব এই পোশাকে মেয়েদেরকে সমুদ্রের ধারেই দেখা যায়। ভিড় মেট্রোতে এমন পোশাক পরে এর আগে তেমন ভাবে কখনও কাউকে দেখা যায়নি। যদিও আমাদের বলিউডের সিনেমাতে কিন্তু খুব সহজেই এই সব পোশাকে আমরা দীপিকা থেকে প্রিয়াঙ্কাকে দেখি ট্রাভেল করতে। সে সময় যদিও আমাদের অসুবিধে খুব একটা হয় না। কিন্তু বাস্তব জীবনে এমন হলে বিষয়টা সত্যিই ভাবার বলেই মনে করছেন অনেকে।
advertisement
ওই যুবতীর সামনের সিটে যে যাত্রী ছিল সেই লুকিয়ে ভিডিও করে। ভিডিওতে দেখা যায় মেয়েটি একটি ব্যাগ কোলে নিয়ে বসে আছে। কিন্তু সে যখন নামবে বলে দরজার কাছে যাচ্ছে তখনই এই ভিডিওটি করা হয়। ওই যুবতীকে না জানিয়েই। এর পর সোশ্যাল মাধ্যমে এই ভিডিও শেয়ার হতেই শোরগোল শুরু হয়ে যায়। অথচ এর থেকেও খোলামেলা পোশাকে আমরা উরফি জাভেদকে পাবলিক প্লেসে ফোটোশ্যুট করতে দেখি। তবে বলি সেলেব আর সাধারণ মানুষকে এক স্থানে আনতে কিছুতেই রাজি নন নেটিজেনরা।
আরও পড়ুন: আর কাঁচা বাদাম নয়! এবার অভিনয়! বাংলা সিরিয়ালে বড় চরিত্রে ভুবন বাদ্যকর!
এই ভিডিও দেখে অনেকেই তুমুল নিন্দা করেছেন। আবার অনেকে বলছেন পোশাক কে কী পরবে, সেটা পুরোটাই তার বিষয়। এটা নিয়ে চর্চা করা মানেই নিম্ন মানসিকতার পরিচয়। অনেক বলছেন এমন পোশাক পরলে বাচ্চাদের সঙ্গে মেট্রোতে ওঠাই মুশকিল। তবে শুধু এই যুবতী নয়। একেবারে এক রকম পোশাক পরে আরও এক যুবতীকে মেট্রোতে ট্রাভেল করতে দেখা গিয়েছে। সেই ছবিও ভাইরাল হয়েছে। বিষয়টা হল নেটিজেনরা কিছুতেই সমালোচনা থামাচ্ছেন না। তবে বিষয়টিকে নিয়ে সমালোচনা এবং ওই যুবতীর পক্ষেও বহু মানুষ কথা বলছেন।