TRENDING:

Delhi MA Chaiwali: ব্রিটিশ কাউন্সিলের চাকরি ছেড়ে দিল্লির রাস্তায় চা-জলখাবারের দোকান ইংরেজিতে স্নাতকোত্তর বঙ্গতনয়ার

Last Updated:

MA Chaiwali in Delhi: ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর এই তরুণীর ছোট্ট চায়ের ঠেক সবে পথ চলা শুরু করেছে দিল্লি ক্যান্টনমেন্টের গোপীনাথ বাজারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : একদিন বড় টি-ক্যাফের মালকিন হবেন তিনি৷ রাস্তার পাশে চাকা লাগানো গাড়িতে চা বানাতে বানাতে সেই স্বপ্নই দেখেন শর্মিষ্ঠা ঘোষ৷ ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর এই তরুণীর ছোট্ট চায়ের ঠেক সবে পথ চলা শুরু করেছে দিল্লি ক্যান্টনমেন্টের গোপীনাথ বাজারে৷
শর্মিষ্ঠা চাকরি করতেন ব্রিটিশ কাউন্সিলে
শর্মিষ্ঠা চাকরি করতেন ব্রিটিশ কাউন্সিলে
advertisement

এর আগে শর্মিষ্ঠা চাকরি করতেন ব্রিটিশ কাউন্সিলে৷ কিন্তু নিজেই কিছু করবেন বলে চাকরি ছেড়ে দেন৷ তাঁর কথা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সঞ্জয় খন্না৷ শর্মিষ্ঠার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘‘আমি কৌতূহলী হয়ে তাঁকে এরকম কাজ করার কারণ জিজ্ঞাসা করলাম৷ তিনি জানান তাঁর একদিন বড় সংস্থার কর্ণধার হওয়ার ইচ্ছে আছে৷’’

advertisement

আরও পড়ুন : ভাত, নুন আর দুধ হাত থেকে মাটিতে পড়লেই সংসারের ঘোর অমঙ্গল! জানুন এখনই

শর্মিষ্ঠার বান্ধবী ভাবনা রাও চাকরি করেন লুফৎহনসা উড়ান সংস্থায়৷ এই ছোট্ট চায়ের দোকানের যৌথ কর্ণধার তিনিও৷ এছাড়াও দোকানের আনুষঙ্গিক কাজে সাহায্য করেন শর্মিষ্ঠার গৃহ সহায়িকা৷ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সঞ্জয় খন্নার কথায় ছোট বা বড় চাকরি বলে কিছু হয় না৷ অন্যদের উদ্দীপ্ত করার জন্য মানুষের নিজের সবার আগে উজ্জ্বল হয়ে ওঠা প্রয়োজন৷ স্বপ্নকে সফল করে তোলার জন্য ইচ্ছাশক্তি দরকার বলেও তিনি মন্তব্য করেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

উচ্চশিক্ষিত যুবক যুবতী যাঁরা চাকরি চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন, তাঁদের কাছে শর্মিষ্ঠা আদর্শ হয়ে উঠতে পারেন বলে মত প্রাক্তন সেনা অফিসার সঞ্জয়ের৷ তিনি মনে করেন ছোট বড় বলে কাজের কিছু হয় না৷ উচ্চশিক্ষিত হয়ে এই ধরনের কাজ করা যাবে না, এমন ধারণারও বিরোধী তিনি৷ তিন দিন আগে করা তাঁর পোস্টে এখনও পর্যন্ত ৩০ হাজারের বেশি লাইক এসেছে৷ ৯১৮ টি মন্তব্যের পাশাপাশি আছে ৬১৫ টি রিপোস্ট৷ নেটিজেনদের ছুঁয়ে গিয়েছে শর্মিষ্ঠা ও ভাবনার লড়াই৷ গোপীনাথ বাজারে তাঁদের দোকানে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন অনেকেই৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi MA Chaiwali: ব্রিটিশ কাউন্সিলের চাকরি ছেড়ে দিল্লির রাস্তায় চা-জলখাবারের দোকান ইংরেজিতে স্নাতকোত্তর বঙ্গতনয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল