এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে স্থানীয় পুলিশ এবং প্রশাসন। পুলিশ জানিয়েছে যে অভিযোগকারী, একজন আট বছর বয়সী কিশোর। ঘটনার পরে সে তার মাকে জানায় যে অভিযুক্ত প্রথমে তাকে সজোরে আঘাত করেন এবং পরে সেক্টর ২২-এর একটি আবাসিক ভবনের ছাদে নিয়ে গিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করেন (Delhi Crime News)।
advertisement
আরও পড়ুন-এই ছবিই বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন! দেখুন তো, সবার আগে কী চোখে পড়ছে?
পুলিশ ইতিমধ্যেই একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ৮ বছর বয়সী ওই ছেলেটিকে অভিযুক্ত মহিলা কেবল মারধরই করেননি, তার পায়ুদেশে কোনও বস্তুও প্রবেশ করিয়ে দেন ওই মহিলা। পুলিশ জানায়, গত ১৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে তারা এই ঘটনার কথা জানতে পারে। ছেলেটির মা পুলিশের কাছে অভিযোগ করেছেন, তাঁর ছেলে যখন খেলছিল, তখন অজ্ঞাতপরিচয় এক মহিলা তাঁর ছেলেকে হঠাৎই মারধর করেন।
পুলিশ আরও জানিয়েছে যে পুলিশের তরফে এক মহিলা সাব-ইন্সপেক্টরকে এই বিষয় নিয়ে তদন্ত করতে বলা হয়েছিল। তদন্তের সময়ে তাঁরা মায়ের বক্তব্যের সত্যতার প্রমাণ পেয়েছেন। আঘাত, অস্বাভাবিক অপরাধ, পকসো আইন এবং জেজে আইনের অধীনে সেক্টর ২৩ থানায় এই নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে ওই অজ্ঞাতপরিচয় মহিলার বিরুদ্ধে।
আরও পড়ুন-ফের ইতালিবিহীন বিশ্বকাপ, উত্তর ম্যাসিডোনিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ আজুরিদের
পরে পুলিশের তদন্তে ওই অভিযুক্ত মহিলার আসল পরিচয় সামনে আসে। পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, ৪২ বছর বয়সী ওই মহিলার নাম কবিতা। এই নৃশংস ঘটনার প্রায় তিন দিন পর ওই মহিলাকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশকে জেরায় ওই মহিলা জানিয়েছেন যে, তিনি ছেলেটিকে চড় মেরেছেন এবং পরে তার গোপনাঙ্গে একটি বস্তু ঢুকিয়ে যৌন নির্যাতনও করেছেন। একজন আধিকারিক বলেছেন যে ঘটনার সত্যতা এবং ক্রম নির্ণয়ের জন্য বর্তমানে তদন্ত চলছে।