দিল্লির নতুন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সম্মানজনক ভাবে রাজনীতি করার নতুন নজির তৈরি করেছেন৷ তাই মুখ্যমন্ত্রী হিসেবে চার মাস কেজরিওয়ালের চেয়ারে বসবেন না তিনি৷ অতিশী আত্মবিশ্বাসী, কয়েকমাস পরে বিধানসভা নির্বাচনে জিতে ফের ওই চেয়ারেই বসবেন কেজরিওয়াল৷
আরও পড়ুন: রবিবার থেকেই হঠাৎ বাড়ি ছাড়া, আরজি কর কাণ্ডে এবার নজরে সিপিএমের প্রাক্তন কাউন্সিলর?
advertisement
অতিশী বলেন, ‘রামায়ণে ভরত যেমন সিংহাসনে রামচন্দ্রের খড়ম রেখে দিয়েছিলেন, আমিও সেভাবেই কাজ করব৷ ইস্তফা দিয়ে নতুন দৃষ্টান্ত তৈরি করেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ বিজেপি তাঁর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে চেষ্টার ত্রুটি রাখেনি৷’
যদিও অতিশীর এই পদক্ষেপকে নাটক বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য৷ আর এক বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা অতিশীকে ‘নতুন মনমোহন সিং’ বলে কটাক্ষ করেছেন৷
মুখ্যমন্ত্রী হিসেবে ১৩টি দফতরের দায়িত্ব রয়েছে অতিশীর হাতে৷ ,তার মধ্যে শিক্ষা, রাজস্ব, পূর্ত, অর্থের মতো গুরুত্বপূর্ণ দফতর রয়েছে৷
