নয়াদিল্লি: এবার দিল্লিতেই শুরু হয়ে গেল ‘SIR’-এর প্রস্তুতি৷ গত বুধবার একটি বিবৃতি জারি করে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) জানিয়েছেন, দিল্লিতে ভোটার তালিকার নিবিড় সংশোধনী প্রক্রিয়া৷ দিল্লির CEO জানিয়েছেন, ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) ভোটার তালিকার অখণ্ডতা রক্ষার জন্য ও তার সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য সমগ্র দেশে ভোটার তালিকার SIR পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত মেনে দিল্লিতেও SIR শুরু করতে চলেছে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর৷
advertisement
ওই বিবৃতিতে জানানো হয়েছে, ‘সাধারণ জনগণের সুবিধার্থে, বিশেষ নিবিড় সংশোধন ২০০২ সালের ভোটার তালিকা এবং বর্তমান বিধানসভার নির্বাচনী এলাকার ম্যাপিং ২০০২ সালের নির্বাচনী এলাকার সাথে দিল্লির সিইও ওয়েবসাইটে আপলোড করা হয়েছে৷’
ভোটার সংক্রান্ত এই বিবরণগুলি www.ceodelhi.gov.in/ElectoralRoll_2002.aspx এবং www.ceodelhi.gov.in/SIR2025.aspx–এ দেখা যাবে।
দিল্লির সিইও সমস্ত বিধানসভা কেন্দ্রে বুথ-স্তরের অফিসার (বিএলও) নিয়োগ করেছেন। সিইও জানিয়েছেন, ‘‘সকল আধিকারিক, জেলা নির্বাচনী আধিকারিক, নির্বাচনী নিবন্ধন আধিকারিক, সহকারী নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা এবং বুথ স্তরের আধিকারিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷’’
দিল্লির সিইও জনসাধারণকে ২০০২ সালের ভোটার তালিকাটি পড়ার জন্য অনুরোধ করেছেন যাতে তারা তাদের নাম এবং তাদের পিতামাতার নাম যাচাই করতে পারেন।
২০০২ এবং ২০২৫ সালের ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে তাঁদের শুধুমাত্র ২০০২ সালের ভোটার তালিকার একটি উদ্ধৃতাংশ সহ ফর্ম জমা দিতে হবে। যেসব ক্ষেত্রে বর্তমান ভোটারের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই, তাদের পিতামাতার নাম রয়েছে, সেসব ক্ষেত্রে তাদের পিতামাতার নাম সম্পর্কিত একটি ফর্ম এবং ২০০২ সালের ভোটার তালিকার একটি উদ্ধৃতাংশ সহ একটি নথি জমা দিতে হবে।