তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরেই থাকা একটি কেমিস্ট্রি ল্যাবরেটরি থেকে বেশ কিছু কেমিক্যাল রেসিডিউ, গ্লাসওয়ার পেয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা৷ যা দেখে মনে করা হচ্ছে এখানে প্রাথমিক ভাবে কোনও পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকতে পারে৷
advertisement
বর্তমানে সিল করে দেওয়া ওই ল্যাবরেটরিতে অল্প পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে তার সঙ্গে অক্সিডাইসার মিশিয়ে পরীক্ষা করা হয়েছিল বলেও মনে করছেন তদন্তকারীরা৷ সেই নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷
বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার এবং দিল্লি বিস্ফোরণের ঘটনার পিছনে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-এ-মহম্মদের যোগ রয়েছে বলেমনে করছেন তদন্তকারীরা৷ এরমধ্যে দু’টো একে-৪৭ এবং ৩৫০ কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘিরে ফরিদাবাদ থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে৷ যার মধ্যে ২ জন এই আল-ফালাহ ইউনিভার্সিটির মেডিক্যাল ছাত্র৷ এর মধ্যে ডা মুজাম্মিল শাকিলের ঘর থেকে অ্যামোনিয়াম নাইট্রেট ও একে-৪৭ রাইফেল উদ্ধার হয়৷
