TRENDING:

পরীক্ষার খাতায় ভুল, শিক্ষকের ভয়ানক মারে করুণ পরিণতি হল ছাত্রের

Last Updated:

Dalit boy beaten by teacher dies in UP : ছাত্রটিকে লাঠি দিয়ে মারধর করে শিক্ষকটি ৷ মারধরের কারণে জ্ঞানও হারিয়ে ফেলে ওই ছাত্র ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আউরিয়া : উত্তরপ্রদেশে ১৫ বছরের দলিত ছাত্রের মর্মান্তিক মৃত্যু ৷ জানা গিয়েছে দলিত ছাত্রটিকে মারধর করেন এক শিক্ষক ৷ শিক্ষকের মারধরের জেরেই মৃত্যু হয়েছে ওই ছাত্রের ৷ এই নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায় ৷ এখনও পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের কোনও খোঁজ পায়নি  বলে জানিয়েছে পুলিশ ৷
advertisement

জানা গিয়েছে, পরীক্ষার খাতায় ভুল লেখে ওই ছাত্র ৷ খাতায় ভুল লেখার কারণেই তাকে মারধর করে অভিযুক্ত ওই শিক্ষক ৷ ছাত্রটির পরিবার সূত্রে জানা গিয়েছে ,গত ৭ সেপ্টেম্বর ছাত্রটিকে লাঠি দিয়ে মারধর করে শিক্ষকটি ৷ মারধরের কারণে  জ্ঞানও হারিয়ে ফেলে ছাত্রটি  ৷

আরও পড়ুন : পুজোকে কাজে লাগিয়ে ত্রিপুরায় জনসংযোগ সারতে চায় তৃণমূল কংগ্রেস

advertisement

ছাত্রের পরিবার আরও জানায়,  তার চিকিৎসার খরচ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষকটি ৷ কিন্তু ছাত্রটির চিকিৎসা বাবদ মোট ৪০ হাজার টাকা দেন অভিযুক্ত শিক্ষক ৷ পরে ছাত্রের বাবা তার কাছে আরও কিছু টাকা চাইলে তাকে বর্ণবিদ্বেষী কটাক্ষ করে তাড়িয়ে দেওয়া হয় ৷

চিকিৎসার কারণে ছাত্রটিকে প্রথমে লখনওয়ের এক হাসপাতে ভর্তি করা হয়েছিল ৷ কিন্তু  রবিবার ছাত্রটির অবস্থার আরও  অবনতি হওয়ায় তাকে সাইফাইয়ের একটি হাসপাতালে  ভর্তি করা হয়  ৷ কিন্তু সেদিন রাতেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার ৷ যদিও ছাত্রটিকে মৃত অবস্থাতেই  হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

advertisement

আরও পড়ুন : শিক্ষককে পিস্তল দিয়ে গুলি ছাত্রের! হাড়হিম করা ঘটনায় তাজ্জব উত্তরপ্রদেশ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিন ছাত্রের মৃত্যুর খবর পেয়েই বিক্ষোভে ফেটে পড়েন  আউরিয়ার বাসিন্দারা ৷ ছাত্রের স্কুলের সামনেও স্লোগান দিয়ে  বিক্ষোভ করা হয় ৷ ২টি পুলিশ ভ্যানে আগুন লাগিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা ৷ দুটি প্রাইভেট গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ পরে বিক্ষোভ সামাল দেয় আউরিয়া থানার পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পরীক্ষার খাতায় ভুল, শিক্ষকের ভয়ানক মারে করুণ পরিণতি হল ছাত্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল