জানা গিয়েছে, পরীক্ষার খাতায় ভুল লেখে ওই ছাত্র ৷ খাতায় ভুল লেখার কারণেই তাকে মারধর করে অভিযুক্ত ওই শিক্ষক ৷ ছাত্রটির পরিবার সূত্রে জানা গিয়েছে ,গত ৭ সেপ্টেম্বর ছাত্রটিকে লাঠি দিয়ে মারধর করে শিক্ষকটি ৷ মারধরের কারণে জ্ঞানও হারিয়ে ফেলে ছাত্রটি ৷
আরও পড়ুন : পুজোকে কাজে লাগিয়ে ত্রিপুরায় জনসংযোগ সারতে চায় তৃণমূল কংগ্রেস
advertisement
ছাত্রের পরিবার আরও জানায়, তার চিকিৎসার খরচ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষকটি ৷ কিন্তু ছাত্রটির চিকিৎসা বাবদ মোট ৪০ হাজার টাকা দেন অভিযুক্ত শিক্ষক ৷ পরে ছাত্রের বাবা তার কাছে আরও কিছু টাকা চাইলে তাকে বর্ণবিদ্বেষী কটাক্ষ করে তাড়িয়ে দেওয়া হয় ৷
চিকিৎসার কারণে ছাত্রটিকে প্রথমে লখনওয়ের এক হাসপাতে ভর্তি করা হয়েছিল ৷ কিন্তু রবিবার ছাত্রটির অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে সাইফাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু সেদিন রাতেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার ৷ যদিও ছাত্রটিকে মৃত অবস্থাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ ৷
আরও পড়ুন : শিক্ষককে পিস্তল দিয়ে গুলি ছাত্রের! হাড়হিম করা ঘটনায় তাজ্জব উত্তরপ্রদেশ
এদিন ছাত্রের মৃত্যুর খবর পেয়েই বিক্ষোভে ফেটে পড়েন আউরিয়ার বাসিন্দারা ৷ ছাত্রের স্কুলের সামনেও স্লোগান দিয়ে বিক্ষোভ করা হয় ৷ ২টি পুলিশ ভ্যানে আগুন লাগিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা ৷ দুটি প্রাইভেট গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ পরে বিক্ষোভ সামাল দেয় আউরিয়া থানার পুলিশ ৷