আবার বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষার প্রহর। আগামী ১৫ মার্চ শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু জানা গিয়েছে, ১৫ ও ১৬ মার্চ অনান্য মামলার শুনানি হবে শীর্ষ আদালতে। যেগুলি রেগুলার মামলা সেগুলির শুনানি হবে এই দিনগুলিতে। ডিএ মামলার শুনানি হতে চলেছে ২১ মার্চ, ২০২৩।
আরও পড়ুন: রাজ্যে সরকারি চাকরির বিরাট সুযোগ, মন্ত্রিসভায় ঘোষণা মমতার! পাহাড় থেকে সমতল, সুযোগ সর্বত্রই
advertisement
জানা গিয়েছে, এই সার্কুলার জারি হওয়ার পর মামলাকারী সংগঠন কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন ও সরকারি কর্মচারী পরিষদের তরফে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি যাতে পিছিয়ে দেওয়া না হয়, তার উল্লেখ করা হয়েছিল। তারপরই শীর্ষ আদালতের তরফে ২১ মার্চ দিনটি জানানো হয়েছে।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের আগে ডিএ-র দাবিতে বনধ ব্যর্থ করতে স্কুলে স্কুলে নোটিস তৃণমূল শিক্ষক সংগঠনের
২১ মার্চ ডিএ মামলার বহু প্রতীক্ষিত মামলার শুনানি শুনবেন বিচারপতি দীনেশ মাহেশ্বরী। আর কোন বিচারপতি থাকবেন তা এখনও জানানো হয়নি। এদিকে রাজ্যে বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন অব্যাহত সরকারি কর্মচারীদের একাংশের। তাঁদের দাবি কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদেরও। আর বকেয়া ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। সম্প্রতি ডিএ-র দাবিতে ধর্মঘটের ডাকও দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ। এখনও শহিদ মিনারে মঞ্চ তৈরি করে ধর্নায় বসেছেন সরকারি কর্মীদের একাংশ।