TRENDING:

Crypto Tax Budget 2022: ক্রিপ্টোকারেন্সি নিয়ে বড় ঘোষণা বাজেটে, বসছে ৩০ শতাংশ কর!

Last Updated:

Crypto Tax Budget 2022: রিজার্ভ ব্যাঙ্কের অধীনেই দেশে ক্রিপ্টোকারেন্সি লেনদেন হবে। এবং এ থেকে আয়ের ৩০ শতাংশ কর দিতে হবে সরকারকে।ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য ভার্চুয়াল সম্পদের কর আরোপের বিষয়ে স্পষ্ট মতামত দিলেন অর্থমন্ত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের অধীনেই দেশে ক্রিপ্টোকারেন্সি (Crypto Tax Budget 2022) লেনদেন হবে।  এ থেকে আয়ের ৩০ শতাংশ কর দিতে হবে সরকারকে।ক্রিপ্টোকারেন্সি এবং অন্যান্য ভার্চুয়াল সম্পদে কর আরোপের বিষয়ে স্পষ্ট মতামত দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ মঙ্গলবার বাজেট অধিবেশনে এই ধরনের সম্পদের লেনদেন থেকে আয়ের উপর ৩০ শতাংশ করের প্রস্তাব করেন তিনি।
Nirmala Sitharaman
Nirmala Sitharaman
advertisement

ক্রিপ্টো (Crypto Tax Budget 2022) এবং ডিজিটাল সম্পদের উপহারের উপরও কর আরোপ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সংসদে কেন্দ্রীয় বাজেট পাশ হওয়ার পর ১ এপ্রিল থেকে কর প্রস্তাবগুলি কার্যকর হবে। বিশেষজ্ঞদের মতে, ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ের উপর ধার্য ৩০ শতাংশ কর লটারি, গেম শো, পাজল ইত্যাদি থেকে জেতার উপর করের হারেরই সমতুল্য। রিজার্ভ ব্যাঙ্কের অধীনেই দেশে ক্রিপ্টোকারেন্সি লেনদেন হবে। তবে এই ঘোষণার পরেই ট্যুইট করেছেন  কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। তিনি প্রশ্ন তুলেছেন এতে বিনিয়োগকারীদের সুরক্ষা কোথায়?‌

advertisement

ডিজিটাল মুদ্রার মতো সম্পদ গত কয়েক বছরে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। ক্রিপ্টোকারেন্সি (Crypto Tax Budget 2022) এক্সচেঞ্জ চালু হওয়ার সঙ্গে সঙ্গে এই সম্পদগুলিতে বাণিজ্য বহুগুণ বেড়েছে। তবে এই ধরনের সম্পদে কর আরোপের বিষয়ে ভারতের কোনও সুস্পষ্ট নীতি এতদিন পর্যন্ত ছিল না।

ওয়াজিরএক্স-র (WazirX) প্রতিষ্ঠাতা এবং সিইও নিশ্চল শেঠি (Nischal Shetty) বলেছেন, ‘‘সরকারের কর নিয়ে স্পষ্টতাকে আমরা স্বাগত জানাচ্ছি। সামগ্রিকভাবে, এটি একটি বিশাল স্বস্তির বিষয় যে আমাদের সরকার উদ্ভাবনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রগতিশীল অবস্থান গ্রহণ করছে। কর আনার মাধ্যমে সরকার শিল্পকে অনেকাংশে বৈধতা দেয়। অধিকাংশ মানুষ, বিশেষ করে কর্পোরেট সেক্টরের, যারা অনিশ্চয়তার কারণে সাইডলাইনে বসে আছে, তারা এখন ক্রিপ্টোতে বিনিয়োগ করতে পারবে। সামগ্রিকভাবে, এটি শিল্পের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ।’’

advertisement

আরও পড়ুন:  বাজেটে সাধারণ মানুষের প্রাপ্তি শূন্য, কড়া প্রতিক্রিয়া দিলেন মমতা

ক্রিপ্টকারেন্সি (Crypto Tax Budget 2022) থেকে আয়-ব্যয়ের হিসেব জানার  ক্ষমতা ছিল না কেন্দ্রের। তার সূত্র ধরে ক্রিপ্টোকারেন্সি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও ছিল। তবে তা হয়নি। কেন্দ্রীয় বাজেটে সে কথাই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)।

অন্যদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী  (Nirmala Sitharaman) এবারের বাজেটে আরও গুরুত্বপূর্ণ একটি ঘোষণা করেছেন৷  তিনি জানান, আরবিআই-এর অধীনে ডিজিটাল মুদ্রা চালু করা হবে। ক্রিপ্টোকারেন্সির মতো ব্লকচেন পদ্ধতিতে এই মুদ্রা লেনদেনের তথ্য রাখা হবে।

advertisement

আরও পড়ুন: নৃশংস! বাড়ির বাইরে পরে আছে সার দিয়ে কুকুরের দেহ, থমথমে চাপড়ার বহিরগাছি

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ডিজিটাল মুদ্রা নিয়ে অনেক দিন ধরেই ভাবনা-চিন্তা করছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। গত বছরই ডিজিটাল মুদ্রার প্রচলন করার কথা জানিয়েছিল আরবিআই। গত অক্টোবরে আরবিআই সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি)-র প্রস্তাব আনে। কেন্দ্রীয় সরকারের তরফেও জানানো হয়ে, রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি প্রস্তাব এসেছে। ডিজিটাল মুদ্রাকে ব্যাঙ্ক নোটের সংজ্ঞার অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এই বিষয়ে আইন সংশোধনের প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Crypto Tax Budget 2022: ক্রিপ্টোকারেন্সি নিয়ে বড় ঘোষণা বাজেটে, বসছে ৩০ শতাংশ কর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল