Crime: নৃশংস! বাড়ির বাইরে পরে আছে সার দিয়ে কুকুরের দেহ, থমথমে চাপড়ার বহিরগাছি
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Crime: প্রতিবেশিরা এলাকার বিভিন্ন জায়গায় কুকুরের মৃতদেহগুলো দেখতে পান।
#বহিরগাছি: কুকুর হত্যার অভিযোগে তোলপাড় চাপড়ার বহিরগাছি এলাকা। নদিয়া জেলার এই এলাকায় একটি নয়, পর পর ১৩টি কুকুরকে হত্যার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দুজনকে গ্রেফতারও করেছে পুলিশ। রাস্তার সারমেয়কুলের মৃত্যুতে কার্যত থমথমে হয়ে রয়েছে এলাকার পরিবেশ।
বহিরগাছির বাসিন্দা পশুপ্রেমী সুচিত্রা বিশ্বাস বাড়িতে কুকুর, বিড়াল-সহ বিভিন্ন পশু পালন করেন। এছাড়াও পথ কুকুরদের দেখাশোনা করেন তিনি। অভিযোগ দিন দশেক আগে একটি পথ কুকুর তার বাড়িতে বাচ্চা প্রসব করে। প্রতিবেশী একটি শিশু তার বাড়িতে এলে ওই কুকুরটি শিশুটিকে কামড়ে দেয় বলে অভিযোগ। এরপরই শিশুর পরিবার তাঁর বাড়িতে চড়াও হয়।
advertisement
আরও পড়ুন: 'আমি এখনও বেঁচে আছি!' নিজেকে জীবিত প্রমান করতে নথি নিয়ে প্রশাসনের দ্বারস্থ বৃদ্ধ
সেই সময় কুকুরগুলোকে মারধর করার পাশাপাশি তাদেরকে মেরে ফেলার হুমকিও দেন বলে অভিযোগ। অভিযোগ রবিবার অভিযুক্ত ব্যক্তিরা মুরগির চামড়া ও নাড়িভুঁড়ির সঙ্গে বিষ মিশিয়ে কুকুরগুলোকে খেতে দেয়। এর ফলে ১৩টি কুকুরের মৃত্যু হয়। প্রতিবেশিরা এলাকার বিভিন্ন জায়গায় কুকুরের মৃতদেহগুলো দেখতে পান। এরপর তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছে পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। তদন্তের পর ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
advertisement
Samir Rudra
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2022 12:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime: নৃশংস! বাড়ির বাইরে পরে আছে সার দিয়ে কুকুরের দেহ, থমথমে চাপড়ার বহিরগাছি